পাখির মত মন

সরলতা (অক্টোবর ২০১২)

স্বাগত সজীব N/A
  • ১৯
  • 0
  • ৬৩
দৈনিক চাল-ডাল-তেলের হিসাব!
খরচ ঠিক রেখে মাসের আয় বাড়ানো!
প্রভৃতি সংসারী হুশ আমার নেই।
যা নেই, নেই_ কি করা!
সংসার কারাগারে আমাকে টেন না।
আমি না হয় ঘুরে আসি_ ইচ্ছের ঘুড়ি উড়িয়ে;
মন যেতে চায় যেদিকে।

ইচ্ছে করে নদীর ধারে খালি পায়ে হেঁটে আসি।
পার্কের নির্জন বেঞ্চিতে_ সুখি ধ্যানে কাটিয়ে দিই এক দুপুর।
দেখি লেকের পানির তির-তির স্রোত,
খুঁজি, কোথায় লুকিয়ে আছে সেই কিশোর বন্ধুর হাসি;
বালক বেলার প্রশান্তি।
সব দেখে দেখে, যা কিছু সমৃদ্ধ লাগে;
ভালবেসে রেখে দিই কাগজের হৃদে।
অক্ষরের মিহি বুননে, আউল-বাউল বিন্যাসে।

চাল-ডাল-তেলের হিসাবের নিকুচি করি!
সত্যি বলতে কি, কবি জানেনা_
তেলের দাম কত,
লবণের দাম কত হলে ভাল হয়;
কবি তেল-লবণের ধার ধারে না,
এইসব ভাবনা ভাবার লোক আছেন সরকার।

বাড়ি ভাড়া বাড়লে, স্বর্ণের দাম কমলে;
কি আসে যায়!
খেতে পারলে খাব,
না খেতে পারলে, না খেয়ে মরে যাব;
আমি যদি মরে যাই, সরকার হবে কবি হন্তারক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহবুব খান কবিতা সাধীন , আপনার কবিতায় মূর্ত / ভালোলাগলো
রোদের ছায়া সহজ কথায় শক্ত প্রতিবাদ ঝরে পড়ল কবিতায় ....... দুর্নীতিবাজ সরকার শুধু কবি হন্তারক নয় আরো অনেক কিছুরই হন্তারক হিসাবে দেখা দিচ্ছে ......ভালো লাগলো কবিতা ...
মিলন বনিক ইচ্ছে করে নদীর ধারে খালি পায়ে হেঁটে আসি। পার্কের নির্জন বেঞ্চিতে_ সুখি ধ্যানে কাটিয়ে দিই এক দুপুর। অনিন্দ্য সুন্দর অভিব্যক্তি...অনেক ভালো লাগা আর শুভ কামনা....
এশরার লতিফ সরল স্বাভাবিক প্রতিভা আর অর্থের র দ্বন্দ ------মনে পরে গেল রবিবাবুর পুরস্কার কবিতাটি : '`রাশি রাশি মিল করিয়াছ জড়ো/ রচিতেছ বসি পুঁথি বড়ো বড়ো/ মাথার উপরে বাড়ি পড়ো-পড়ো/ তার খোঁজ রাখ কি!/..অন্ন জোটে না, কথা জোটে মেলা/ নিশিদিন ধ’রে এ কি ছেলেখেলা!/ ভারতীরে ছাড়ি ধরো এইবেলা/ লক্ষ্মীর উপাসনা।... কবিকে শুভেচ্ছা
আহমেদ সাবের তবে বাস্তব সত্য হলো, কবিরও খেতে হয়, সংসার করতে হয়, বাচ্চাদের বড় করতে হয়। "আমি যদি মরে যাই, সরকার হবে কবি হন্তারক। " - চমৎকার কথা, তবে সরকার থোড়াই কেয়ার করে। তার পরও কবিতাটা কিন্তু বেশ ভাল লাগল।
মোঃ মুস্তাগীর রহমান অনেক দিন পর তোমার কবিতা পড়লাম...বরাবরের মতই ভালো লাগল।
অষ্টবসু seser ager pangtita bhalo laglo................
তানি হক বাড়ি ভাড়া বাড়লে, স্বর্ণের দাম কমলে; কি আসে যায়! খেতে পারলে খাব, না খেতে পারলে, না খেয়ে মরে যাব; আমি যদি মরে যাই, সরকার হবে কবি হন্তারক।.........শুধু একটা কথাই বলি ...অসাধরন !

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪