বৃষ্টিভেজা দীর্ঘ:শ্বাস

বর্ষা (আগষ্ট ২০১১)

শিশির সিক্ত পল্লব
  • ৪১
  • 0
  • ৪৯
মধ্য রজনীর নি:স্তদ্ধ প্রকৃতি
গুরু-গম্ভীর বজ্রনিনাদে আকাশটা কম্পিত বারংবার
তব মনের আকাশে নৃত্যরত তোমার যত স্মৃতি
আজ বৃষ্টির ঢং-এ দুচোখ বেয়ে ঝরছে অঝোর।
তবে কি আমি কাঁদছি!স্মবিষ্ময়ে প্রশ্ম মনে
হ্যা তো, হৃদয় অম্বর কাঁদছে অমোঘ ধারায়
ব্যাথা ভরা বারি স্রোত যত বৃষ্টি হয়ে জমছে চোখের কোনে
প্রকৃতিও এই কষ্ট আবেশে হয়েছে ক্লিষ্ট প্রায়।
শুনেছ কি মেয়ে? আমি আজ ভাল নেই
বৃষ্টির পানি চোখের পানিকে ফেলতে চাইছে ধুয়ে
তবু হৃদয় অম্বর অফুরান আজ ঝরছে ক্লান্তি নেই
শুধুই তোমায় নিয়ে ভেবে, তোমার জন্য মেয়ে।
আমি উদভ্রান্ত পথিক,সবকিছুই তব জেনে
একাই ক্রন্দনে ভাসি-জানকি বৃষ্টি তাই মোর সঙ্গী
আমার কষ্টে আবেশিত হয়ে দোলা দিতে চায় মনে
তবু জানেনা সে-তুমি ছিলে,আছ ,থাকবে আমার সঙ্গী।
জানি এ রজণীর কোন এক প্রহরে ভুলবে আমায় চিরতরে তুমি
যে অধরটা ভ্রষ্ট হয়েছে আমার অধরের অবিরত ছোয়ায়
সে অধরে ফুটাবে পুষ্প নব প্রেমিকের পরশে তুমি
নব বীজ বপন করবে আবার পুরান জমিনটায়।
আর আমি কাঁদব আমার অতীত স্মৃতিটা মেলে
আকাশের এই ক্রন্দনের সাথে কাঁদব একাকী জেগে
হৃদয়ের যত অশ্রুঢল মিশিয়ে বৃষ্টির জলে
আমি কাঁদব, আমি কাঁদব,-এ হৃদয় আবেগে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
M.A.HALIM বন্ধুর জন্য ঈদের শুভেচ্ছা । আপনার জন্য ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ। ভোট যোগ হলো।
মোঃ শামছুল আরেফিন কবিতায় আবেগ দিয়েছেন খুব সুন্দর করে। কয়েকটি ভুল বানান চোখে পড়ল। সেগুলো আশা করি কাটিয়ে ঊঠতে পারবেন। অনেক ভাল লেগেছে।
Muhammad Fazlul Amin Shohag খুব ভালো লিখেছেন।
Muhammad Fazlul Amin Shohag শুনেছ কি মেয়ে? আমি আজ ভাল নেই বৃষ্টির পানি চোখের পানিকে ফেলতে চাইছে ধুয়ে তবু হৃদয় অম্বর অফুরান আজ ঝরছে ক্লান্তি নেই শুধুই তোমায় নিয়ে ভেবে, তোমার জন্য মেয়ে। Nice Kobita
মামুন ম. আজিজ ভালবাসা বৃষ্টি মিলেমিশে একাকার
মাহমুদা rahman পল্লব খানিকটা জটিল লেগেছে আরো সহজ করে কি বৃষ্টির কথা বলা যেত না?
আনিকা সবুর বেশ ভালো লাগলো
হেলেন ভালো লাগলো।

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪