শোধ

বন্ধু (জুলাই ২০১১)

শিশির সিক্ত পল্লব
  • ১৩৪
  • ১২০
তুমি কি দেখেছ মানুষ
মানুষরূপে মানুষের মাঝে আছে কত অমানুষ।
বন্ধু বলে আপন করেছে
আপন করে বুকে নিয়েছে;
আমার মুখে তুলে দিয়েছে হরেক রকম খাবার
সময় বুঝে লুটে নিয়েছে সব কিছুই তো আবার।
নীরবে আমার দলিল মেরেছে
সম্পদ টুকু কেড়ে নিয়েছে
মোর প্রিয়াকে করেছে আপনতর
জ্বালিয়ে পুড়িয়ে আমার স্বাদের ঘর।
ছিল এতটুকু সন্তান মোর
মারলিও তারে ওরে পাপীচোর!
শুধু লালসা, সম্পদের নেশায়
শুধু মোর প্রিয়ার দেহের আশায়।
জানি আমি ওদের পাবনা ফিরে
এই জীবনের, এই আসরে
ডাকবেনা কেউ আপন করে
ও বাবা, তুই এলি কি ঘরে?
তবু আজ নেই কান্না আমার
নেই ব্যাথা, নেই কষ্ট ঝরার
শুধু আছে ঘৃনা, আছে শত ক্রোধ
বন্ধু তোকে নিতে হবে এর শোধ।
হায়েনার মত ক্ষিপ্র থাবায়
মৃত্যু হবে, কে আছে থামায়
চোখের নিমেষে কেড়ে নেব প্রাণ
নিভে দেব তোর জীবনের তান।
দানবীয় বেশের চিনি নিস আমায়
শৃগালের হাসি আছে কে থামায়
হাসব সেদিন একাই আমি
হিংস্র পশু এক, কাঁপবে ভূমি।
অবশেষে তোর রক্ত চুষে
মারব উন্মাদ নেকড়ে বেশে
নতুন সূর্য হইবে যখন উদয়
জেনে রাখিস আমি তারপর নেব বিদায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হেমায়েত হিমু আপনার তেজ আছে।
Nur Mohammad Sobuj ভালো বলেছেন
রোহান শিহাব অনেক জ্বালাময়ী কবিতা । অমানুষদের বিরুদ্ধে রখে দাড়াবার প্রত্যয় আছে। শোধ নেবার প্রচেষ্টা আছে । ভাবনাটা ভালো লাগলো ।
স্বপ্নীল ভালোই লিখিয়াছেন পদ্য। বিজয়ী হইতে পারিবেন।
সেনা মুরসালিন দুর্দান্ত গতিশীল একটি কবিতা ! এক দমে পড়লে তবেই মজা পাওয়া যায়।
আবিদুর রেজা অনেক কঠিন কবিতা, খুব ভালো লাগলো
মিজানুর রহমান বকুল ভাই মানুষ নামের অমানুষ দের আমরা বেশি করে ভালবাসি । তাইলে তারা শোধরাইয়া যাবে । আপনার কবিতা সুন্দর হয়েছে ।
মো: আতিকুল্লাহ ভাই যারা এমন করে তারা বন্ধু নয় ৷ এদের বন্ধু বলাও পাপ৷ কবিতা অনেক ভাল হয়েছে ৷
নিরব নিশাচর .................... বেশ ভালো লাগলো...
Arif sahed kobitay abeg ache.valo laglo.

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫