যতক্ষণ অব্যক্ত ছিল

ঈর্ষা (জানুয়ারী ২০১৩)

Lutful Bari Panna
  • ৪৮
  • ১০
  • ৪৬
যতক্ষণ অব্যক্ত ছিল
তোর সাথে ভালবাসা ছিল- খুব মনোটোনে;
হলুদ কামিজে তুই রাধিকা
আর আমি বাঁশীহীন অদৃশ্য সুরের দ্যোতনা নিয়ে কৃষ্ণ।
যতক্ষণ অব্যক্ত ছিল
মন কেমন কেমন নিয়ে তোর কাছে ছুটে যাওয়া
আর তুই এলানো চুলে বসে থাকতি
খুব উদাসী;
একবার কাছে পেলেই কি দুদ্দার ছুটে
আসতি, সংগীদের উলুঝুলু বুঝিয়ে

যতক্ষণ অব্যক্ত ছিল, এইসব অনুভূতি
কি তীব্র ভাসিয়ে নিত; এলামেলো ভাবনায়
শীর্ষেন্দুর বই নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে
চায়ের চুমুকের মাঝখানে চকিত উড়ানে
চার চোখের নিমগ্ন তৃষ্ণায়
বুশ, মধ্যপ্রাচ্য কিংবা আমেরিকার খতরনাক
আচরণ নিয়ে অর্থহীন তর্কযুদ্ধে
খামোখাই রাজনীতির উত্তপ্ত মন্থনে
তুই আমি কেউ কি রাজনীতি ছাইপাশ বুঝি কিছু?

অথচ না জেনেও ঠিকই বুঝতাম
না শুনেও ঠিকই জানতাম
তোর বুকের মধ্যে এক্ষুণি আবহসংগীতের মত
একটা ড্রামবিট বেজে যাচ্ছে খুব অনায়াস;
আমারও যে

দল বেঁধে বেড়াতে গেলে না তাকিয়েও বোঝা যেত
ঠিক পাশ ঘেঁষে যে হাঁটছে সে তুই
মোবাইল ছিলনা বলে ভয়ে ভয়ে
ল্যান্ডফোনে সাংকেতিক কল
তুই ঠিকই জানতি, আগে থেকে বলা ছিল না
তবু জানতি, তোর বাবা রিসিভার তুলতেই যে কলটি
কেটে গেল, সে...

তুই জিজ্ঞেস করলেই তুমুল অস্বীকার.. তবু জানতি
ও সময়ে যে তোর একটু দেরীর সুযোগে তোর বাবাই..

যতক্ষণ অব্যক্ত ছিল এইসব অনুভূতি কি তীব্র-
বুকের ভেতরে খুব, বুকের খুউব ভেতরে;
যতক্ষণ অব্যক্ত ছিল, তারপর...

ঈর্ষা, সন্দেহ, উত্কন্ঠা- ভালবাসা নয়
অন্ধ শরীরি তৃষ্ণা- ভালবাসা নয়
বিরক্তি, ঝগড়া, বিচ্ছেদ- ভালবাসা নয়

কোন একপক্ষে এরপর শুধু স্মৃতি রোমন্থন
এরপর শুধু ছায়া হাতড়ানো।

একজনের সাথে বুঝি একবারই ভালবাসা হয়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম্যারিনা নাসরিন সীমা অসম্ভব মিষ্টি একটা কবিতা ! পান্না ভাই আমি ফিদা হয়ে গেলাম ।
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১৩
সূর্য অব্যক্ত থাকলেই বোধ হয় ভালবাসাটা ভিষণ ভাবে উপলব্ধী করা যায়, শুরু থেকে শেষ পর্যন্ত যেন একটা পুরো গল্প। দারুন
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৩
জালাল উদ্দিন মুহম্মদ এক পাতা প্রাণবন্ত রোমন্থন ! জাস্ট অসাম ।
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৩
সোহেল মাহরুফ ভীষণ ভাল লাগলো।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৩
রিতা খুব ভালো একটা কবিতা, মনটা ভালো লাগলো ...
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৩
মামুন ম. আজিজ আধুনিক কবিতার চরম উদাহরণ
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১৩
নাইম ইসলাম সাহস করে আজ আপনাকে নিয়ে মন্তব্য করে বসলাম, ভুল হলে মার্জনা করবেন। তুই ঠিকই জানতি, আগে থেকে বলা ছিল না তবু জানতি, তোর বাবা রিসিভার তুলতেই যে কলটি কেটে গেল, সে... তুই জিজ্ঞেস করলেই তুমুল অস্বীকার.. তবু জানতি যতক্ষণ অব্যক্ত ছিল এইসব অনুভূতি কি তীব্র- বুকের ভেতরে খুব, বুকের খুউব ভেতরে; যতক্ষণ অব্যক্ত ছিল, তারপর... কবিতার কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া মাত্র কিন্তু আপনার উপস্থাপনা, কাব্য গাথুনী, ভাষার সন্নিবেশ চমত্কার, অনেক ভালো লিখেছেন পান্না ভাই।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৩
ফারজানা ইয়াসমিন দোলন কোন ভাষা নেই প্রশংসা করবার, মন চায় এরকম কবিতা পড়ব বার বার।ধন্যবাদ
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৩
ওসমান সজীব অসাধারন কবিতা
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৩

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪