তোমার শাড়ির ভাঁজে লুকিয়ে রেখেছি কিছু মৌনতার বোধ তুমি তবু দৃষ্টিনিরোধ চেয়ে দেখ পানপাত্রে লেগে আছে নিঃশ্বাসের ঘ্রাণ চোখে চোখে শুষে নিচ্ছি- জীবনের পূর্ণ অনুপান
ব্যাকুল ঠোঁটের ভাঁজে, আড় হয়ে আছে কিছু মুগ্ধতার কণা ছড়ানো জমিনে এসো এঁকে দেই যাদু আল্পনা আঁচলে জড়িয়ে যদি তুলে নাও মেঘের হেঁয়ালি অনুপম সঙ্গমে। যতবার এই জোড়াতালি-
ততবার অস্ফুটে কিছু কিছু বিরূপাক্ষ বোধ আমাকে ভাসিয়ে নিচ্ছে। তুমুল বাজিয়ে নিচ্ছে কামাতুর নেশার সরোদ মায়াবী শাড়ির মত দুলে ওঠো আরো কিছু রোদেলা অসুখ নিবিড় জড়িয়ে নাও; দুহাতে ভরিয়ে দাও তাতানো অঙ্গ জুড়ে আজ শুধু বরফ ঝরুক
ও মেয়ে শাড়ির ভাঁজে, চেয়ে দেখ- জ্বলে ওঠে আতসী আগুন আদিম গুহার দিকে তাক হয়ে আছি- এই সভ্যতার তূণ তাকাও- তাকিয়ে দেখো, কি রকম অদ্ভুত তাজা তাজা ভোর ঝাঁপানো বৃষ্টি মেখে, অবিরাম ভেজাচ্ছে- তৃষিত অধর
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপসকিরণ রায়
যদিও এ মন্তব্যর তর তাজা কোনো মূল্য নেই জানি,তবু কিছু না লিখে যেন পারলাম না.কবিতাটি ভাব ভাবনায় ছন্দে বেশ উচ্চ স্তরের বলে আমার মনে হলো.বাংলা ও ভারতের মধ্যে প্রথম স্তরের লেখা বলা যেতে পারে.আধুনিক কবিতার গভীর ভাবনাটিকে খুব সুন্দর ভাবে,ভাব ভাষার চৌকসতায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন.অনেক অনেক ধন্যবাদ আপনাকে.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।