১. আজকাল পাখির দিকে ফিরি, নদীর দিকে ফিরি। উনুনে জ্বালিয়ে রাখি প্রতীক্ষার পল। সমস্ত উড়ন্ত ডানাই মেঘ নয় জেনে বৃষ্টির কাছে শুনি ধ্রুপদী বিষাদ।
২. কানকোতে জমিয়ে রেখেছি নিঃশ্বাস- কখনো নিপুণ বড়শীর টানে তুলে নাও যদি! জ্বালিয়ে রেখেছি চোখে আশা নাকি আশঙ্কার বাদামী নিওন।
তেমন রম্ভা পেলে ধ্যান ভেঙে জেগে ওঠে প্রাচীন তাপস। তোরঙ্গ গুছিয়ে রাখি- তেমন মরণ যদি আসে!
৩. আমার চোখ তো কাঁচেরই। তুমি চাইলে আয়না ভাবতে পার। এই যে ক্রমেই হারিয়ে ফেলছি স্পর্শানুভূতি। কিছুই আর ছুঁতে পারছি না। বাড়ানো হাত প্রতিবার ভেদ করে যাচ্ছে বস্তুবোধ। যেন দেহধারী নই আর; অথবা গুলিয়ে ফেলছি মন আর শরীরের সূক্ষ্ম কম্পনবিন্দু।
আমার শরীর তো পাথরেরই। তুমি চাইলে খুঁজে নিতে পার হৃদয়। হয়ত তোমারই জন্য অপেক্ষা করে আছে- কাঁচের মধ্যে এক টুকরো আয়না। পাথরের মধ্যে একটা আশ্চর্য হৃদয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া
হয়ত তোমারই জন্য অপেক্ষা
করে আছে- কাঁচের মধ্যে এক টুকরো আয়না। পাথরের
মধ্যে একটা আশ্চর্য হৃদয়।... কবিতা পাঠে সত্যি মুগ্ধ। ভালো লাগল কবি।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।