কাল কি তবে ভাঙ্গবে ১৪৪ ধারা যদি কেউ যায় মারা এমনটাই ভাবছিল মাহবুব আর তার দল অন্যদিকে মতিন চাইছে বাড়াতে জনবল।
রওশন বলে ভয় কিসের সামনে রব মোরা না হয় হবে ইতিহাস রক্ত দিয়ে গড়া। একটা কিছু হবে কাল শাসক সমাজ বৈরি বুলেট, লাঠি সবই আছে টিয়ার গ্যাস তৈরি।
রাত্রি ধরে ফেস্টুন ব্যনার কত শত ভাবনা কেউবা বলে রক্তগুলি ঐ সবেতে যাবো না। কেউবা ভাবে ঠায় দাঁড়িয়ে, শুধুই হবে শ্লোগান কেউবা রাজি হয়েই যেতে মায়ের তরে কোরবান।
সকাল হলো আম্রতলে জমায়েত সব্বাই ঐ যে আমার বোনটি এলো, ঐ যে আমার ভাই। মেয়েরা গেল সবার আগে দশ জনেরই দল বুলবুল ছিল তাদের সাথে দিতে মনোবল। একটু পিছে আরেকটি দল, তারও পিছে আরো বাড়ছে শুধু মিছিলের দল, বাড়ছে আরো বাড়ো।
পুলিশ ছিল লাঠি নিয়ে, বন্দুক ছিল তৈরি কারফিউ ভাঙ্গল যখন, চালও গুলি আর কি! তার আগে ছেলে মেয়ে ধরে ট্রাকে তুলি পরে মারো টিয়ার সেল, ঝাকেঁ ঝাকেঁ গুলি। কে যে কোথায় ছিটকে গেল, কে যে গেল মারা এত ডাকি চিৎকার করি দাঁড়া ও ভাই দাঁড়া। লাশটি পেলাম রফিক ভাইয়ের, লাশটি পেলাম সালামের বরকত ভাইয়ের লাশটি পেলাম, বুকে গুলি জালিমের। আরো কত লাশ যে আছে, কোথায় গেলে পাই তন্য তন্য করে খুজিঁ, নাই যে কোথাও নাই। তবে কি লাশ গুম হয়েছে, ঐ যে রক্ত ঐ কালো পিচে তাজা রক্ত আমার ভাইটি কৈ! বোনটি আমার সামনে ছিল, গেল কোথায় সে? ট্রাকের সামনে ছিল তখন, এখন কোথায় যে?
পরে মোরা জানতে পারি লাশ হয়েছে গুম হয়ত কোথাও রীতিবিহীন চিরতরে ঘুম। বোনের নখে সূঁচ ঢুকেছে, থানার ভেতর রাতে লাঠি আর লাথি সব সয়েছে, চেপে দাঁত দাঁতে।
আজকে মোরা ভাইয়ের গানে করছি প্রভাতফেরী বোনের কথা ভুলতে মোদের একটু হয়নি দেরি। ভাইয়ের রক্ত বোনের রক্ত একই যে রং লাল একইভাবে ঝরেছিল বায়ান্ন সে সাল। সেই রক্তের গানে মোরা স্বাধীনতা এনেছি লাল-সবুজের পতাকার বাংলাদেশ পেয়েছি।
নোট: ১. মাহাবুব আলম, আব্দুল মতিন, রওশন আরা বাচ্চু, আলি আজমত বুলবুল সবাই ৫২'র ভাষা সৈনিক ২. ৫২'র ভাষা আন্দোলনে উপমহাদেশে প্রথমবারের মতো টিয়ার গ্যাস ব্যবহৃত হয় ৩. সেদিন কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক পরিসংখান পাওয়া যায় নি ৪. মিছিল থেকে মেয়েদের ধরে নিয়ে নানাভাবে নির্যাতন করে শাসকগোষ্ঠী সে সময়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির খলজি
একেবারে একুশের খাস কবিতা এপ্রজন্মের লিখক হয়েও মনে হলো তিনি নিজেই সে ঐতিহাসিক মিছিলে ছিলেন .....খুব ভালো লাগলো ...শুভকামনা রইল আর সেরাটা.... !
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।