বিশ্রি একটা সৌন্দর্যের মাঝে আমাদের সকলেরই বাঁচতে ইচেছ করে বলেই, আমাদের কাছে মৃতু্য কষ্ট কর। সৌন্দর্যের হাতে হাত রেখে রুপালী আলোয় জীবনের অর্ধেকের বেশী কিছু সময় বিসর্জন দেওয়ার ঘটনাটি অতি স্বাভাবিক।একটি সহজ প্রশ্নের সঠিক উত্তরে এটি বার বার,শোনা যায় যে, জীবন দুর্বিসহ,বেদনাময়,কাটায় ভরা।তার পরও বাঁচতে ইচছা করে ক্ষুদ্র ক্ষুদ্র শূন্যস্থান পেরিয়ে কষ্টের বিপরীতে দাড়িয়ে।কষ্ট বিভিন্ন প্রকারের আজ একটি অতি ক্ষুদ্র কষ্ট নিয়ে আলোচনা করব। যা প্রকট ভাবে দেখা দেয় কিছু সময়ের জন্য কিছু মানুষের হৃদয়ে। তাকে প্রত্যাশার পাওয়ায় অপ্রত্যাশিত প্রাপ্তির চেয়ে বেশী সুখকর। হয়তোবা মানবের হৃদয়ে এই সুখটি সবচেয়ে প্রিয়।ঐ প্রশ্নের উত্তরে তোমার জন্য পৃথিবী সুন্দর, তোমার জন্য সব আয়োজন। হায় রে বিধাতা তোমার সৃষ্টি সুন্দরের মাঝে অপূর্ব এক নারী। বসবাসের যোগ্য গ্রহটিতে এই ডানা কাটা পরীটিই ঐ ক্ষুদ্র কষ্টের ভিত্তি।আশ্চার্য্য সুন্দর পৃথিবীতে অসম্ভব সুন্দর ভালবাসা অসহ্য সুন্দর নারীটিরই সৃষ্টি। তুমি পার না এমন কাছ আছে, বিশ্বাস করা কঠিন। তোমার জন্য কত কলির প্রতিভা পূর্ণাঙ্গ ফুলে পরিনিত হয়ে গান কবিতা সৃষ্টি করে। তোমার জন্য শাজাহান তাজ মহল বানিয়েও তৃপ্তি পায়নি। তোমার জন্য সৃষ্টি ইতিহাস রমিও-জুলিয়েট,লাইলি-মজনু, শিড়ি-ফরাদ, ইউসুফ-জুলেখা। তাই অনেকেই স্বপ্নদেখে এমন একটি ইতিহাসের অবতারণা করবে এই সময়ে। তুমি তোমাকে এক বার প্রশ্নকরে দেখে তোমার তুমি কি চায়। দেখবে উত্তরটা মেনে নিতে বিবেকে বাঁধলেও সহজেই গ্রহন করবে। কারণ,তুমি সেই জাতি। তুমি চাইলে পারতে আমাকে একটা সুন্দর জীবন দিতে। চাইলে মুক্তি দিতে পারতে বিরহের গান শুনা থেকে। তুমি চাইলে হয়তোবা আবেগীরা আমার প্রিয় হত না। আসলে তোমার কি দোষ দোষতো তোমার মনে বসত করে কয়জনা গানের তৃতীয় জনের। আমার দূর্বলতা তোমার কাছেই কেন তা বুঝেও না বোঝার ভান করি। যাতে আমার আমি ক্ষন স্থায়ী সুখটি থেকে মুক্তি না পায়। কিন্তু সৌন্দর্য তুমি যখন এই অপূর্ব সুযোগ টাকে সৎব্যবহার থেকে বঞ্চিত কর না, বিশ্বাস কর তার কিছু দিনের পরের ঘটনায় আমি এত কষ্ট পাই। যা তুমি বুঝেছো বলেই তোমাকে বোঝাতে চেষ্টা কর না। কেননা যদি বিবেকের উপস্থিতি চরম আকার ধারণ করে। আমি আমার প্রশংসা করছি না। ধিক্কার দিচ্ছি আমাদের মত নির্বোধদের যে কিনা তোমার চোখের নীল আকাশে উড়ে যাওয়া সুখ পাখিটি দেখার মিথ্যে আশায় বুক বাঁধে। যে কিনা রাত্রির আকাশে সুন্দর জ্যোৎসা ময় চাঁদের দিকে তাকিয়ে বলে তোমার চেয়ে আমার রাত্রি সুন্দর। হয়তো আমি তোমার যোগ্য নই, তাই বলে আমার ভালবাসাটাতো তোমায় পাওয়ার যোগ্যতা হারাতে পারে না। কেননা এটা জন্মে ফাগুনে, জ্বলে আগুনে,গোসল করে নিজের রক্তে। তবে বার বার কেন তাকে তোমার মনের নকল হীরাটি দিয়ে তার চোখে বিশ্বাসীর মুখোশ পরে প্রতারনা কর। তুমি কি আমার বাহিরটাই দেখ ভিতর দেখতে শেখোনি। না, তা কি করে হয়। তুমি তো সব জান তোমার তো সব জানার কথা। তুমি তাহলে তাই দেখ যা আমার ধারণা। এবার আসল কথাটা শোন একট কঠিন প্রশ্নের নিষ্ঠা উত্তর
তোমার জন্যই সব হানা হানি,তুমি সব নষ্টের মূল, তুমি তো পাজড়ের বাঁকা হাড় থেকে তৈরি, যা কিনা সোজা করতে গেলে ভেঙ্গে যায় আর ছেড়ে দিলে বাঁকায় থাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ আক্তারুজ্জামান
মানুষ কি বিশ্রী সৌন্দর্যের মাঝে বেচে থাকতে চায়? যেহেতু আপনি নবীন আপনার উচিত ছিল গল্পের জন্য `প্রাঞ্জল একটা গল্প' লেখা| আপনি গল্পে বেশি দর্শন ফলাতে গিয়ে কোথাও স্ববিরোধী বলেছেন, কোথাও অর্থহীন বাক্য লিখে ফেলেছেন| সোজা করে গল্প লিখতে চেষ্টা করুন| অভিজ্ঞতা বাড়লে গল্পের প্রয়োজনে দর্শন বা জীবন ঘনিষ্ঠ কথা লেখায় এমনিতে চলে আসবে| সত্যিটা সোজা করে বলে ফেললাম তাই কিছু মনে করবেন না| ধন্যবাদ |
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।