দেশ প্রেমের দুটি কবিতা

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

এই মেঘ এই রোদ্দুর
  • ১৫
  • ৬৭১
(১)
সুদূরে মিলায় সবুজ ফসলের মাঠখানি
সবুজ আর সোনালী মিশে একাকার
মন যে সুদূরে নিল টানি;

পশ্চিমা সূর্যের কিরণে ঝিকমিক
সোনালী ফসলের মাঠ, সোনা রোদের ঝিলিক
স্নিগ্ধতায়, মুগ্ধতায় দুচোখ খুশিতে চিকমিক ।

পাখিরা করে কলরব, গাছের শাখে শাখে
ঝির ঝির হাওয়া বয়, পথিক ঝিরোয় ছায়ায়
ফেরিওয়ালা হাক পাড়ে ওই পথের বাঁকে ।

কুয়াশার চাদর বিছায়েছে দেখ কচি ঘাসের মাথায়
শিউলীরা ভালবেসে শিশিরের গায়ে দেয় চুম্বন
আহ! ফুলের আঘাতে গলে গেল শিশির ব্যথায় ।

টুপটাপ টুপটাপ শিশির ফোটা টিনের চালে
বহে হিমেল বায়; মনোরম আবেশ
যেন প্রকৃতি গান গায় তালে তালে ।

রাতের জোছনা ঝরা আকাশে
মিলি, তারা আর জোনাকীদের সাথে
প্রাণ ভরে নি:শ্বাস নেই উন্মুক্ত বাতাসে ।

আমার প্রিয় বাংলাদেশ
হাজার স্বপ্ন দিয়ে সাজাই তারে
স্বপ্নের তো আর নেইকো শেষ ।

ঋতু বৈচিত্রের সুন্দর জন্মভূমি আমার
বিচিত্র রূপ তার; শস্য শ্যামল ক্ষেত খামার
প্রিয় জন্মভূমি মা তোমায় ভালবাসি বেশুমার ।


(২)
দেশ প্রেম মানে হরতাল অবরোধ
দেশ প্রেম মানে ভাংচুরে মেটানো ক্রোধ
দেশ প্রেম মানে ক্ষমতার অপব্যবহার
দেশ প্রেম মানে মাঝ রাস্তায় আয়োজন সভার ।
দেশ প্রেম মানে কাঁদানে গ্যাস, ককটেল
দেশ প্রেম মানে তেলা মাথায় ঢালো তেল ।
দেশ প্রেম মানে অসহায়ের বুকের চাপা বেদনা
দেশ প্রেম মানে ক্ষমতায় ঠিকে থাকার সাধনা ।
দেশ প্রেম মানে লুটে পুটে খাওয়া
দেশ প্রেম মানে গরীবের পেটে পা দিয়ে এগিয়ে যাওয়া
দেশ প্রেম মানে অন্যায় আর শোষণ
দেশ প্রেম মানে রক্ত গলায় ঝাঁঝালো ভাষণ ।
দেশ প্রেম মানে নিত্য নতুন আশ্বাসের ঘোষণা
দেশ প্রেম মানে কথা দিয়ে কথা না রাখার প্রতারণা
দেশ প্রেম মানে দুর্বলের উপর অত্যাচার
দেশ প্রেম মানে অসময়ে স্বজন হারিয়ে শুধু হাহাকার ।
দেশ প্রেম মানে নেতার গরীবের সাথে থাকার গান
দেশ প্রেম মানে অসহায়ের অকালে ঝরলো বুঝি প্রাণ ।
দেশ প্রেম মানে ভুলে যাওয়া ইলিয়াস, বিশ্বজিৎ
দেশ প্রেম মানে অপঘাতে হারিয়ে যাওয়ার করুণ গীত ।
দেশ প্রেম মানে সাগর রুনীর বিচারের আশায় দিন গোনা
দেশ প্রেম মানে মা বাবা হারানো মেঘের কথা শুনা ।
দেশ প্রেম মানে ঝুলন্ত ফেলানীর লাশ
দেশ প্রেম মানে মেনে নেয়া অন্যায়; বেঁচে থাকা হাঁসফাঁস ।
দেশ প্রেম মানেই শেষ পর্যন্ত ক্ষমতায় থাকার সংগ্রাম
দেশ প্রেম মানেই ইতিহাসের পাতায় উঠানো নিজের নাম ।
দেশ প্রেম মানে লেখালেখি শুধু কবিতার সাদা পাতায়
দেশ প্রেম মানে দেশের জন্য কিছু করতে না পেরে, কুঁকড়ে যাওয়া ব্যথায়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা দুটিই ভালো হয়েছে। একটি পড়ে হৃদয় জুড়ায়। অপরটি পড়ে একটি মহলের প্রতি ঘৃণা বেড়ে যায়। কবিকে বলছি- চালাতে থাকুন আপনার কলম। যেন কখনোই থেমে না যায়। শুভ কামনা থাকল।
দীপঙ্কর বেরা দুই দিকে দুই বক্তব্য । ভাল ।
মিলন বনিক এপিঠ ওপিঠ...মনের সকল ভালবাসা আর ক্ষোভ সুন্দর ভাবে তুলে ধরেছেন....খুব ভালো লাগলো....
ওয়াহিদ মামুন লাভলু টুপটাপ টুপটাপ শিশির ফোটা টিনের চালে। ভাল লিখেছেন।
তানি হক হুম... অনেক অনেক ভালোলাগা রইল ছবি আপু !
কবিরুল ইসলাম কঙ্ক কবিতাটি ভালো হয়েছে । ভালো থাকবেন ।
Rumana Sobhan Porag অপূর্ব লেখার হাত আপনার, বাস্তবকে খুব সুন্দর ভাবে ফুটিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ আপি । ভাল থাকুন
ভালো লাগেনি ২৬ ডিসেম্বর, ২০১৩
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ও মনোরম একটি কবিতা ।
সূর্য একদিকে অপার সৌন্দর্যের লীলাভূমি আর অন্যদিকে তাকে কুরে খাবার আয়োজন। এটাই ঠিক "দেশ প্রেম মানে দেশের জন্য কিছু করতে না পেরে, কুঁকড়ে যাওয়া ব্যথায়"। আসলেইতো দেশের জন্য কিছু করা হচেছনা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো লাগেনি ২৬ ডিসেম্বর, ২০১৩
আলমগীর সরকার লিটন আমার প্রিয় বাংলাদেশ হাজার স্বপ্ন দিয়ে সাজাই তারে স্বপ্নের তো আর নেইকো শেষ । দুটি কবিতা বেশ ভাল লাগল -- কবি কে জানাই শুভ কামনা

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী