সব ইচ্ছে কি হয় পূরণ ?

ইচ্ছা (জুলাই ২০১৩)

এই মেঘ এই রোদ্দুর
  • ১৪
  • ১৪৩
মাঝে মাঝেই ইচ্ছে জাগে মনে
সাদা মেঘের ভেলায় ভেসে
হারাই দুরের বনে।
কখনো মেঘবালিকা হই
কালো মেঘের আড়ালে গেলে
দুর পানে চেয়ে উদাস রই ।

ইচ্ছে করে চাঁদ ছুঁয়ে বানাই বাড়ি
নীল চাঁদোয়ার আলোয় ভরপুর
সাদা প্যাচানো তার সিঁড়ি ।
মোড়ে মোড়ে সাজানো স্বপ্নদৃশ্য
রূপালী নীল ফুলের বাগানে
যেন অবাক করা এক বিশ্ব !!

কখনো ইচ্ছে জাগে মনে, হতে নীল ফড়িং
যেথায় সেথায় উড়ে বেড়াই
ধরতে গেলেই উড়ি, নাচি তিড়িং বিড়িং ।
ইচ্ছে হয় তার বাগানে উড়ে গিয়ে বসি
আমায় দেখে অবাক দৃষ্টি তার!!
দেখার ইচ্ছে সেই মিষ্টি মিষ্টি হাসি ।

ইচ্ছে করে একটা কবিতা লিখি তারে নিয়ে
অক্ষরে অক্ষরে ভালবাসার ছোঁয়া, আবেগ, অনুভূতি,
লেখা থাকবে সব ইনিয়ে বিনিয়ে ।
কবিতায় তারে নিয়ে ভাসি
সবুজ বনের মেঠো পথে হাঁটি হাতটি ধরে
কথায় কথায় খিলখিলিয়ে হাসি ।

নাটাই বিহীন ঘুড়ি হতে ইচ্ছে জাগে যে বড়
ইচ্ছেমত উড়ি নীল আকাশ ছুঁয়ে
হিমেল হাওয়া এলে যেন কাঁপি থরো থরো ।
ইচ্ছে করে উড়ে উড়ে ঘুরে ঘুরে,
বন্ধুর ছাদেতে গিয়ে পড়ি
সাদা সবুজ স্বপ্নগুলোর রঙ ছড়িয়ে
তারে নিয়ে সুখের স্বপ্ন গড়ি ।

ইচ্ছেরা সব যায় ভেঙ্গে যায়
ভাঙ্গা কাঁচের চুড়ি আঁছড় কাটে,
আমার কোমল গায় ।
ইচ্ছেরা সব আমার সাথে করে ছলনা
অসময়ে মরে যায়, দুরে চলে যায়
ইচ্ছেরা কেন এমন করে, তোমরা বলনা ?

ইচ্ছে পাখিরা বড় হয় বড়ই অবহেলায়
মরা ফুলের পাঁপড়ির মতই
ইচ্ছেরা ঝরে পড়ে বেলা অবেলায় ।
ইচ্ছেরা তো বড় নয়, বড় হই আমি
সব ইচ্ছে কি হয় পূরণ ?
যতটুকু যার প্রয়োজন, ঠিক করেন অন্তর্যামী ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন যতটুকু যার প্রয়োজন, ঠিক করেন অন্তর্যামী...। চমতকার সব ইচ্ছে, কিন্তু পূরণ করার মালিক...। ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ওয়াহিদ ভাইয়া
ঘাস ফুল খুব সুন্দর লিখেছেন মেঘ রদ্দুর ভাই।
ধন্যবাদ........ আমি ভাই না আপু
তাপসকিরণ রায় ইচ্ছেকে নিয়ে ইচ্ছে মত কাব্য করা বেশ ভাল লাগলো।
অনেক ধন্যবাদ তাপস দা........
আলমগীর মুহাম্মদ সিরাজ দারুন হয়েছেতো আপনার কবিতা! অনেক ভালো লাগলো!
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
ওসমান সজীব ইচ্ছেগুলো কখনও ধরা দেয় কখনও দেয়। না।ইচ্ছেগুলো অনেকের ইচ্ছে হয়েই থাকে।অপূর্ব কবিতা
অনেক অনেক ধন্যবাদ ওসমান ভাইয়া
শাহ্‌নাজ আক্তার শেষ অংশটুকু খুবই চমত্কার লেগেছে আমার কাছে, সত্যি তো সবকিছু ঠিক করেন অন্তর্যামী । অনেক শুভকামনা আপনার জন্য |
মিলন বনিক অপূর্ব সুন্দর সব ইচ্ছেগুলো কবিমনের ভাবকে সুন্দর এবং সার্থক ভাবে ফুটিয়ে তুলেছে.....অনেক সুন্দর কবিতা....শুবকামনা....
আপনার জন্যও শুভকামনা । অনেক অনেক ধন্যবাদ
এফ, আই , জুয়েল # একটু বড় হলেও অনেক সুন্দর কবিতা । ইচ্ছার সাথে ইচ্ছা পূরন ও নিয়তির একটা সম্পর্ক আছে---সেটা সুন্দর ভাবে কবিতায় ফুটে উঠেছে । শেষের ৬ লাইন অনেক নজর কাড়া । কিছুটা আধ্যাত্মিকতার ছোঁয়াও আছে ।। কবিকে ধন্যবাদ । । কবি কি আসল নামে নিজের প্রকাশ ঘটাতে পারেন না ??
আসল নামে তো পারি....... আর এই নামেই আমি সব জায়গায় আছি তাইতো ধন্যবাদ আপনাকে
Tumpa Broken Angel অসাধারণ লিখেছেন।
তানি হক ইচ্ছে পাখিরা বড় হয় বড়ই অবহেলায় মরা ফুলের পাঁপড়ির মতই ইচ্ছেরা ঝরে পড়ে বেলা অবেলায় । ইচ্ছেরা তো বড় নয়, বড় হই আমি সব ইচ্ছে কি হয় পূরণ ? যতটুকু যার প্রয়োজন, ঠিক করেন অন্তর্যামী । -...খুব খুব ভালো লাগলো ..ছবি আপুর কবিতা
সুন্দর মন্তব্যের জন্য তানি আপুকেও ১০২ টা গোলাপের শুভেচ্ছা

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪