প্রতিটি ভোরই যেনো আসে গরীবের ঘরে আলো হয়ে.........

ভোর (মে ২০১৩)

এই মেঘ এই রোদ্দুর
  • ১১
  • ১৪৪
চলমান জীবনের প্রভাতগুলো
আর রাঙিয়ে উঠে না
ভুলে গেছি সুন্দর প্রভাত
ঘুম থেকে উঠেই চোখজোড়া
চলে যায় টিভির পর্দায়,
এই বুঝি পাওয়া গেলো প্রাণের সন্ধান
এই বুঝি ফিরে ফেলো একজন আপনজন
তার পরমাত্মীয়দের সান্নিধ্যে আসল বুঝি এই
বোবা চোখে ঝরছে আনন্দাশ্রু
মুখে নেই ভাষা।
আহারে এত আর্তনাদ
জীবনের কোনো প্রভাতেই বুঝি কানে বাজেনি,
এরকম প্রভাতে চোখ বুঝি দেখেনি ক্ষত বিক্ষত লাশের পাহাড় ।
প্রভাতে এলোমেলো বাতাসে যেনো ভেসে লাশের গন্ধ,
আকাশজুড়ে নিস্তব্ধতা বিরাজমান।
দুষিত বাতাস দুষিত মন আজ,
ভোরের স্নিগ্ধতায় নিজেকে পারি না রাঙ্গাতে
সবুজের সজীবতায় মনে আনে না উচ্ছ্বাস
দিনভর কাটে উৎকণ্ঠায়
আর জানি কতজন আছেন বেঁচে
কতক্ষণই লড়বেন মৃত্যুর সাথে।
বর্তমানের ভোরগুলি এভাবেই কাটে,
চিন্তা চেতনায় শুধুই সাভার ট্রাজেডি।
ভোরে আলোতে খবরের কাগজ হাতে নিয়ে
নি:শব্দে ঝরাই অশ্রু,
টিভির পর্দায় চোখ গেলেই
টপ টপ করে পরে চোখের পানি।
আহ, স্বজনদের চোখের পানি গেছে শুকিয়ে
গলার স্বর গেছে বসে,
এত দু:খ কেনো তুমি দিলে মাবুদ
অসহায় মানুষগুলোকে।
যারা আমাদের লজ্জা করে নিবারণ
আজ এই লজ্জা রাখি কোথায়।
যারা নিজের স্বার্থ চরিতার্থ করতে
গরীবদের উপর খাঁটায় জোড়,
রক্তচোষা জোকের মতই পিচ্ছিল এরা
শেষ না হওয়া পর্যন্ত আঁটার মত লেগে থাকে গাঁয়ে।
এসব অর্থলোভী, নরপিশাচ, পাষণ্ডদের
বিচার চাই।
আর কোনো ভোরে যেনও শুনতে না হয়,
কান্নার রোল আর আর্তনাদ
পত্রিকা খুলেই যেন দেখতে না হয় বীভৎস লাশের ছবি।
আমার সোনার দেশের প্রতিটি ভোরই যেনও আসে
গরীবের ঘরে আলো হয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ আমদের জাতীয় জীবনেরে সাম্প্রতিক ট্রাজেডির একটা ক্রনিকল্‌। ভালো লাগলো।
:( হুম । ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
মেঘলা আকাশ এই সময়ের কবিতা খুব সুন্দর
Lutful Bari Panna সমসাময়িক বিষয় নিয়ে দারুণ লেখা..
তানি হক হৃদয় ছোঁয়া কবিতা ...অনেক অনেক ভালো লাগলো ফাতেমা আপু ...
মিলন বনিক সমসাময়িক প্রসঙ্গ নিয়ে দারুন মর্মস্পর্শী কবিতা...নিরন্তর শুভ কামনা....
ছালেক আহমদ শায়েস্থা রক্তচোষা জোকের মতই পিচ্ছিল এরা শেষ না হওয়া পর্যন্ত আঁটার মত লেগে থাকে গাঁয়ে। এসব অর্থলোভী, নরপিশাচ, পাষণ্ডদের বিচার চাই। বিচার করার শক্তি যোগান ভাই। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনাদের সুন্দর মন্তব্য আমার লেখার প্রেরণা।
অদিতি ভট্টাচার্য্য দাদা ??????
সরি । নামটা দেখতে ভুল করেছিলাম রিয়েলি সরি
অদিতি ভট্টাচার্য্য আমার সোনার দেশের প্রতিটি ভোরই যেনও আসে গরীবের ঘরে আলো হয়ে। আমার তাই কামনা . ভালো লাগল .
সবার কামনাই একটি সুন্দর দেশ । ধন্যবাদ দাদা
সোহেল মাহামুদ (অতি ক্ষুদ্র একজন) সমসাময়িক বিষয়ের উপর চমৎকার কবিতা। খুব ভাল লাগল।
তাপসকিরণ রায় ভাল লেগেছে কবিতা-- ধন্যবাদ।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৬৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫