বৃষ্টির ছড়া ও কাব্য...........

বৃষ্টি (আগষ্ট ২০১২)

এই মেঘ এই রোদ্দুর
  • ২৮
  • ১২৫
বৃষ্টি তুমি আরো কিছুক্ষন
থাকনা আমার পাশে
শরীর মন জুড়িয়ে নেই
একটু... এক নি:শ্বাসে।

খরতাপের দিনগুলোয়
বৃষ্টি তুমি আসবে বলে
অপেক্ষার প্রহর গুনি
অপেক্ষার ক্ষন ফুরিয়ে
অবশেষে বৃষ্টি তুমি এলে ।

গা জ্বালা রৌদ্রে
বৃষ্টির শীতল ছায়া
মন প্রাণ জুড়িয়ে যায়
আহ্ কি অপরূপ মায়া |

বৃষ্টিকে নিয়ে অনুকাব্য........

১।
ঋতুর বৈচিত্রতায় অপরূপ সাজে
প্রকৃতি যে সেজেছে আজ
বৃষ্টিতে ভিজে পাতারা
নিয়েছে গাঢ় সবুজের সাজ ।

২।
মনের মাঝে সুর বাজে
আকাশ জোড়া মেঘের নৃত্য
ইচ্ছা জাগে মনের ভিতর
বৃষ্টিতে ভিজে হই সিক্ত ।

৩।
ঢাকা শহরের বৃষ্টি
দেখতে লাগে না ভাল
একটু খানি হলেই
দেখি রাস্তা জুড়ে কাল

৪।
আকাশের নীলে থেকে নেমে আসে
ঝির ঝির শীতল বৃষ্টির ফোঁটা
তরুলতা....সবুজ ঘাস ভিজে যায়
ভাল লাগে তখন খালি পায়ে হাটা ।

৫।
বৃষ্টির দিনে মনে পড়ে
সেই পুরনো দিনের গান
কত যে আনন্দ ছিল
ছিল সুখে ভরা প্রাণ ।

৬।
শ্রাবণের রাতে ঝর ঝর
বৃষ্টির একি ছন্দ
টিনের চালে ঝুম ঝুম শব্দ
লাগে না কিন্তু মন্দ।

৭।
রিমঝিম সারাদিন
ঝরে যাচ্ছে বৃষ্টি
মেঘলা আকাশ মেঘলা মন
উদাস মনে অবনত দৃষ্টি ।

৮।
খুঁজব না রোদ আর
আমার আকাশ নীলে
মেঘেতে ঢাকা থাকুক আকাশ
ঝরঝরিয়ে পড়ুক দুরের ঐ ঝিলে ।

৯।
রিম ঝিম বাদল ধারায়
ভিজে ভিজে মনটি হারায়
ইচ্ছেগুলো দিক হারাক
অবসাদ-ক্লান্তি...সব যাক ভেসে যাক ।

১০।
বৃষ্টি পড়ছে টুপটাপ
বারান্দায় বসে চুপচাপ
ভেজা কাকটা ডানা ঝাপটায় ঝুপঝাপ
অতীতের স্মৃতিগুলো মাথায় খায় ঘুরপাক
১১।

চারিদিকে আজ
বৃষ্টির সুর মুর্চনা
আকাশে কালো মেঘের জাল বোনা
দহন বেলা পেরিয়ে পাইযে শান্তির স্বান্তনা

১২।
বৃষ্টির ধারা ঝরে ঝর ঝর
পাতাগুলো কাপে কেমন থরথর
সারাদিন ঝরছে অবিরাম বৃষ্টি
গান শুনি আনমনে...বাইরে দিয়ে দৃষ্টি ।

১৩।
কখনো অবিরাম বৃষ্টি
কখনো থেমে থেমে
আমার দু:খগুলো যেনো
এমনি আসে নেমে ।

১৪।
কখনো আলো কখনো আঁধার
যেন মেঘ রৌদ্রের খেলা
আকাশ জুড়ে মেঘ জমেছে
বসেছে যেন মেঘের মেলা ।

১৫।
বৃষ্টির ফোঁটা মুক্তোর মত
লেপ্টে আছে ঘাসে
কি অপরূপ সৃষ্টি প্রভু
তাই দেখে মন মোর হাসে ।

১৬।
বৃষ্টিমুখর দিনটিতে আজ
চলছি একা একা
আনমনা হয়ে ভিজছি দেখ
ভেতর কেমন যেন লাগছে ফাঁকা ।

১৭।
ঝুম ঝুমা ঝুম বৃষ্টিতে
ভেজা ছিল যে আমার শখ
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে
ভয়েতে করে বুক ধক ধক ।

১৮।
বৃষ্টির জলে স্নান করব
আনন্দেতে মেতে
তা-সীন+তা-মীমও ভিজবে
আজ আমার সাথে ।

১৯।
তা-সীন বলে, মা
ভিজতে তো চাই বটে
কিন্তু মা, আকাশ ডাকলে
ভয়ে যে বুকটা কেপে উঠে ।

২০।
তা-মীম বলে, মা
বৃষ্টি খাব আজ
চলনা যাই ভিজে আসি
রেখে দাও না সব কাজ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
helen zaman তাল গাছ পেড়িয়ে..আলো বাতাস ডিঙ্গিয়ে...চাঁদ,বৃহস্পতিকে মাড়িয়ে...ছুটে চললেম “বৃষ্টির ছড়া ও কাব্য”নামক নতুন নক্ষত্র পাণে ! অবশেষে অবতরণ ও পঠণ।হাফ ছেড়ে বাঁচলাম বোনাই ।শুভানুধ্যান জানিয়ে কেটে পড়লাম।তাড়া আছে ।
ধন্যবাদ জামান ভাইয়া
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১২
ভাইয়া নয় আপু ! বোন আমি ।
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১২
আলেকজানডার চমৎকার হয়েছে ।শুভেচ্ছা ।
ধন্যবাদ এবং শুভকামনা
suvojit1 অনেক ভাল লাগলো
সালেহ মাহমুদ বৃষ্টিমুখর দিনটিতে আজ// চলছি একা একা// আনমনা হয়ে ভিজছি দেখ// ভেতর কেমন যেন লাগছে ফাঁকা । //........... আহ্‌ হা, কঠিন রোগে পেয়েছে। দাওয়াই লাগবে নাকি? হা হা হা। অণুকাব্যগুলো খুব ভালো লাগলো। ধন্যবাদ।
আহমেদ সাবের কবিতায় অন্যরকম স্বাদ পেলাম। অণু-কবিতাগুলো বেশ সুন্দর হয়েছে। তা-সীন ও তা-মীমকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা।
নীলকণ্ঠ অরণি এখানে দেখি অনুকাব্যের বৃষ্টি হচ্ছে !! valoi
বশির আহমেদ বৃষ্টি নিয়ে মাতামাতি ভালইতো করলেন । অনুকাব্য অনেক সুন্দর হয়েছে ।
আন্তরিক ধন্যবাদ বশির ভাই
দিপা নূরী খরতাপের দিনগুলোয় বৃষ্টি তুমি আসবে বলে অপেক্ষার প্রহর গুনি ......... ভালো লাগলো অণুকবিতা।
জয়নাল হাজারী ১১।(এগার ) পর্যন্ত এসে ঘুমিয়ে পড়লাম বাকিটা পরে পড়ে নিবো কেমন ...?
আজিম হোসেন আকাশ ভাল লাগল। ভাল থাকুন।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪