আছি যেখানে, ভালো আছি খুব

ভালবাসা (ফেব্রুয়ারী ২০২৫)

এই মেঘ এই রোদ্দুর
  • 0
  • ২৩
মন যদি তোমার বলে, ভালো আছি আমি
তবে কেন তোমার চোখে স্মৃতির পাগলামি;
কেন রাখো আমার জন্য সন্ধ্যাগুলো তুলে,
কেন সাজাও বুকের বাগান, বলো ফুলে ফুলে?
বলো, সন্ধ্যা কেন তুলে রাখো
মন ক্যানভাসে প্রেম আঁকো?

সন্ধ্যাগুলো আমার যদি, ছড়িয়ে রাখো প্রেমের গন্ধ
এই আকূতি কেন, তুলো ভালোবাসার ছন্দ?
কথার ডালি আর সাজাই না, ব্যস্ত আমি থাকি,
যাচ্ছো কেন বৃথাই তুমি, আমায় ডাকি ডাকি?
চাই না সন্ধ্যায় মন বাড়িয়ে ডাকো,
চেয়েছিলে একলা থাকো, একলাই তুমি থাকো।

আমার জন্য সকালগুলো, প্রেম আলোতে সাজাও
কেন বলো বুকের তারে অতীতের গান বাজাও
এখন তোমার উদাস দুপুর
বুকে বাজে পাতার নূপুর;
উচ্ছল দিনে তুমি, আমার ছিলে নাকো
কেন আজ বন্ধু মন বাড়িয়ে ডাকো।

রোজ বিকেলে ব্যাকুলতা, আমায় কাছে পাওয়ার
চাইলাম যখন তোমায় সময় তোমার যাওয়ার
বুকের নদী ব্যথার জলে তুলে আজও ব্যথার ঢেউ?
মনের কথা আমি ছাড়া জানবে কী আর কেউ!
সরে গেছে দূরে বন্ধু বন্ধনেরই সাঁকো
চাই না তুমি মন বাড়িয়ে আজও আমায় ডাকো।

যেথায় আছি আছি ভালো, কখনো সুখ, কখনো ব্যথায় কালো
তবে জেনো স্বপ্ন আমার আজও এলোমেলো
এক সন্ধ্যাতে মনপুরিটা, রাখতে পারো খোলা
আসবো ফিরে, জীবন পথে হই যদি পথভোলা;
বেলীর গন্ধে সন্ধ্যাগুলো খুব সাজিয়ে রেখো,
আসতে পারি, আমায় তুমি মন বাড়িয়ে ডেকো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মন যদি তোমার বলে, ভালো আছি আমি তবে কেন তোমার চোখে স্মৃতির পাগলামি;

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৬১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫