তোমরা এমনই, ধরা পড়লে বেরিয়ে আসে শত কুকীর্তি

অর্জন (এপ্রিল ২০২৩)

এই মেঘ এই রোদ্দুর
  • ১৭৯
তোমরা ধরা পড়লেই বেরিয়ে আসে তোমাদের যত কুকীর্তি;
কতটাই না সম্মানিত ছিলে, টকশোতে ঝাড়তে নীতির বুলি,
সুন্দর মুখশ্রীর আড়ালে কত কিছু লুকানো, নিমেষেই অর্জন কত প্রকীর্তি;
দেখো মন্দ মানুষ, শেষবেলা সেই হাঁটো নিয়ে শূন্য ঝুলি।

তোমরা মরে গেলেই বেরিয়ে আসে ভালো মন্দ যত কর্ম,
কারো মনে কষ্ট দিয়ে করেছিলে একদা সম্পদ অর্জন,
অথচ অদৃশ্য এক কীটই বসালো বুকে বিষ শেল; পারোনি ঠেকাতে
বুকে বসিয়ে দিয়ে বিত্তের বর্ম;
হারাম উপার্জন অতীতে তো করোনি একফোঁটা বর্জন!

মৃত্যুকালে কেউ নেই ছুঁয়ে, নেই কেউ আপনজন পাশে,
তাবৎ সম্পদ দিয়েও পারোনি এক দন্ড কষ্ট কমাতে,
কত অনুনয় করেছিলে ডাক্তারদের, সব ব্ত্তি করবে তাদের নামে
তাকিয়েছিলে তাদের পানে কষ্ট কমবে সে আশে;
শেষ পর্যন্ত সব ক্ষমতা হারালে, ঘুমোলে... তুমি নেই আর তোমাতে,
পারলে শেষ পর্যন্ত আটকাতে জীবন কড়ির দামে?

অথচ শহরশুদ্ধ নিজের নামে কিনে নিতে চাইছিলে,
কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, সম্পদের হুড়োহুড়ি,
সবই বিফলে, কাজে আসলো না কিছুই.....
একদা সেই হারামে গড়া সম্পদের সুখে নেয়েছিলে,
খেলেছিলে স্বার্থের জন্য হালালের সাথে লুকোচুরি,
দেখো মানুষ....... বদনাম আর কষ্ট তোমার ছাড়লো না পিছুই।

তোমরা চার দেয়ালে বন্দি হলেই বুঝা যায় তোমাদের কত সঙ্গী সাথী,
কত কুকর্মের সাক্ষী রেখে আসছো স্বাধীন;,
যখন টাকার কুমির ছিলে, কত শিকারী ছিলো পাশে
কত আমোদে কেটে যেত এক একটা আড়ম্বরপূর্ণ রাতি;
কত গেয়েছিলে কত নেচেছিলে সুখে তাধীন তাধীন;
দেখো তাকিয়ে এখন কেউ নেই সঙ্গী, রিমান্ডের পিটুনি খাও
আর অন্যদিকে তোমাদের সঙ্গীসাথীরা বাঁকা ঠোঁটে হাসে,
অন্যায় দুর্নীতি, ভেজালে রাখলে মন....অল্প ক'দিনের শান্তি
তারপর আর নেই কোনো স্বস্তি এই জীবনে টের কী পাও;
তবুও ফিরে এসে সেই পথ ধরবে যেদিকে কেবল ভ্রান্তি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান অনেকদিন পর, আপনার কবিতা পাঠ। শুভকামনা জাসবেন।
বানানটি হয়তো "জানবেন" হতো।
ফয়জুল মহী চমৎকার, সুন্দর, সাবলীল শব্দের সংমিশ্রণ। ভীষণ ভালো লাগলো ।
বিষণ্ন সুমন বাস্তবধর্মী কবিতা। মন্তব্য নিস্প্রয়োজন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

তোমরা ধরা পড়লেই বেরিয়ে আসে তোমাদের যত কুকীর্তি;

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪