কী ভীষণ শূন্যতায় পুড়ে যাই, কত কথার পাহাড় ঠোঁটে
যা সত্য, নয় অনুচিত বলতে পারি না তা'ও মোটে;
কী বিষণ্ণতা ঘিরে ধরে আমায়, জানে না কেউ,
চোখের কোণে ভাঙ্গে মুর্হুমুহু বিষাদের ঢেউ!
কী এক জীবনের বুকে রাখি মাথা, ঘুর্ণিপাকে ঘুরি,
কোথায় তবে সুখ আকাশ আমার, ডানা মেলে উড়ি!
বিষাদের রঙ ঠোঁটে মেখে বসে থাকি চুপচাপ,
কপোল বেয়ে নামে সহসা অশ্রু বৃষ্টি টুপটাপ।
কীসের অভাব! চাল চুলো বসন ভূষণ, সবই ঠিকঠাক
বুকের বামে কেনো তবে বিতৃষ্ণারা রেখা কাটে ঝিকঝাক;
ইচ্ছে হলেই নরম চাদরে গা ঢেকে শু'তে পারি;
কত আয়োজন সুখের, বিলাসিতায় পূর্ণ বাড়ী।
মন কেনো এমন, কিছু অযাচিত দু:খবোধ পারে না মেনে নিতে
চোখে কেনো বাঁধা আছে বাঁধ না মানা অভিমানের ফিতে;
দেখি না কিছু, কোন্ অলক্ষণে ক্ষণ নিলো পিছু,
সম্পর্কগুলো বড্ড বেহায়া, সয়ে নিতে হয় মুখ করে নিচু।
সবই ঠিকঠাক, সবই সাজানো গুছানো, পরিপাটি
কেবল মনের জমিন এবড়ো থুবড়ো, কাঁটা ঝুপঝাড়ের ঘাঁটি,
মানুষগুলোর বুকের বামে পাথরের পাহাড়,
লোকদেখানো হাসি আহা মুখের কথা কী রঙ বাহার!
অপরিচ্ছন্ন মনগুলো কেনো আমাকেই থাকে ছুঁয়ে,
কত দুর্যোগ আসে, কত মহামারি কত ঝড় ঝঞ্ঝা
তবুও নেয় না মানুষের মনের কালিমা ধুয়ে;
বিষণ্ণ রঙ তুলিতেই কেবল বুকের বাড়ি আমার রঞ্জা।
কিছু অযাচিত কষ্ট, কিছু ব্যথার গুঞ্জন, ছটফটানি প্রহর
ভাগ যায় না করা কারো সঙ্গে, বুকের নদীতে নিরবধি ব্যথার লহর,
কেউ কারো নয় এখানে, যে যার মতন গুছিয়ে নেয় মনবাড়ী,
স্বার্থটুকু জমিয়ে মানুষ নিজ সুখ স্বাচ্ছন্দ্যে জীবন দেয় হেঁটে পাড়ি।
থাকুক কিছ দীর্ঘশ্বাস, মনের খবর কেউ না রাখুক, রাখেন একজনই
তিনি করুণাময়, তিনি মহান আল্লাহ্, আমাকে দিয়েছেন এতটুকুনই
যতটুকুন প্রাপ্য আমার, যতটুকু নেকি বদৌলতে পাই সুখ,
শোকর গুজার আলহামদুলিল্লাহ্ ভালো থাকি,
কেবল তাঁর দয়া, রহমত, করুণা পেতেই সদা রই উন্মুখ,
দিলে দিক্ ফুলেল সময়গুলো দু:খ দিয়ে আমায় ফাঁকি।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ভিতরে এক সমুদ্দুর শূন্যতা
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৫৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪