এতটা ভালবাসিস নে পাগল-বড্ড ভারী লাগে -শুনছিস্! মন যে আমার এলোমেলো - সামলাতে পারি নে কিছুই এতটা প্রেম দিসনে আমায় - মন যে আমার ফুটো থলে কোথায় রাখব প্রেম তোর আর এই সমুদ্দুর ভালবাসা!
আমি অসহায় খুব, কিছুই রাখতে পারি নে নিজের করে তার চেয়ে ঢের তুই ফিরে যা - অবহেলায় ফেলে রাখি যে! এত অবহেলা আর এত তিক্ততা পেয়ে কেই বা কাছে থাকে সময় ফুরালো তবে চলে যাব দেখিস অন্তহীনে হারিয়ে, আমায় তুই বিশ্বাস করিস নে পাগল আর - আমি এমনই সুতো ছেঁড়া ঘুড়ি - যেনো - খুব বেখেয়ালী আর ছন্নছাড়া।
ওড়ি ঘুরি দিবারাতি খাম খেয়ালীপনায় - মুল্যহীন সকল! বিতৃষ্ণা জমবে তোর মনে দেখে নিস - দোষতে আসিস নে, কিছুতেই আর মন লাগে না আমার, না প্রেম, না ভালবাসা সবই পানসে লাগে - বড্ড অস্থির এই মন- বুঝে না কিছুই।
কি ফেলে কি তুলে রাখি মনের গোপন কুঠুরিতে বুঝি নে ভালবাসা না প্রেম, না অভিমান - না কুঁড়াব শিহরণ.. হাতড়িয়ে ধরি অস্পৃশ্য ব্যথা, ফুটো থলে কিছুই অবশিষ্ট নেই ঝরে পড়ে সব মিশে যায় ধুলোয় - আমি নি:স্ব বড্ড নি:স্ব রে।
কবিতার শিরোনামে বসাই ধূসর রঙ্গের শব্দ, সব অচেনা নিথর মন ক্রন্দনে রত - আর তুই খুঁজিস সেথা আশ্রয়- পারব নে আমি সামলাতে ভালবাসার ভার - ক্ষয়ে গেছে বল তুই ফিরে যা, ফিরে যা - অবেলায় নাড়িস নে মন দুয়ারে কড়া, আমি যে ভালবাসার যোগ্য নই - ভালবাসলেই পাবি কষ্ট... দেয়ার মত কিছুই নেই আর - আমার, শুধু আছে দীর্ঘশ্বাস.. নিবি? আছে কার্বন ডাই অক্সাইড, নিবি? আর আছে যন্ত্রণা- নিবি? আর আছে কিছু হতাশা, নিবি? বয়ামে রেখেছি কথার ঝাঁ ঝাঁ রোদ্দুরের তেজ, নিবি? জ্বলে যাবি, পুড়ে যাবি- মরবি ডুবে হতাশার জলে! ফিরে যাবি, নয়তো মরবি, কি চাস?
তবু তুই পাগলের মতই ভালবাসলি!! সত্যিই সেলুকাস- কি বিচিত্র তোর মন! তারপরও শক্ত হাতে মন দুয়ারে খাড়া কড়া নাড়ছিস তুই সজোরে- সাড়া না পেয়েও আছিস অপেক্ষায় এ তুই কেমন তুই বল্ - ভাল না বাসলেও যে বাসিস ভাল এ তুই কেমন তুই - চোখে প্রেমের আয়না ধরিস!! এ তুই কেমন তুই- ঘুরে ফিরে আসিস কাছে এ তুই কেমন তুই - নিরাশার ঢেউয়ে আশা খুঁজিস!!
ভালবাসা বুঝি এমনই??
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এতটা ভালবাসিস নে পাগল-বড্ড ভারী লাগে -শুনছিস্!
মন যে আমার এলোমেলো - সামলাতে পারি নে কিছুই
এতটা প্রেম দিসনে আমায় - মন যে আমার ফুটো থলে
কোথায় রাখব প্রেম তোর আর এই সমুদ্দুর ভালবাসা!
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৫৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।