ভেবো না মা,তোমার মেয়ে আছে বেঁচে

মা (মে ২০১৯)

এই মেঘ এই রোদ্দুর
  • ১১৪
নারী তুমি মা হয়েছো, সন্তান তোমার ছেলে

একটি মেয়ে একটি ছেলে, রহমতে তাঁর পেলে!

নারী তুমি মা হয়েছো, জীবন হলো পূর্ণ

পরিবারে হচ্ছে আহা, সুখের হাওয়া ঘূর্ণ।



নজর তোমার দুভাগ হলো, ছেলে মেয়ের বেলা

ছেলেকে দাও খাবার বেশী, মেয়ের প্রতি হেলা।

মেয়ে বলে মাগো তুমি, দুই নজরে দেখো

বড় হলে দেখবে কে সে? আমিই মনে রেখো।



মায়ের নজর বদলালো না, ছেলে মেয়ের প্রতি

সময় যাবে ভবিষ্যতে, বাড়ালো তার গতি।

চাকুরীতে ঢুকলো গিয়ে, তোমার ছেলে মেয়ে,

যাচ্ছো তুমি দিনদুপুরে, সুখের জলে নেয়ে।



ছেলে মেয়ে হলো বড়, বিয়ে হয়ে গেলো

সংসার তোমার এবার বুঝি, হলো এলোমেলো।

বউয়ের কথা শুনে ছেলে, খোঁজ রাখে না তোমার

বুকে তুমি জমাও নারী, কষ্ট যে বেশুমার।


বউয়ের কথায় উঠে বসে, বিশ্বাস করে তারে

তোমার প্রতি বিশ্বাস বুঝি, উঠে গেলো হায় রে।

সপ্তাহান্তে বাড়ি যায় সে, বউয়ের নতুন শাড়ি

নতুন জোতা নতুন জামা, ভরে যায় আলমারী।


তুমি নারী জুতা পরো, মূল্য দেড়শো টাকা

বউয়ের সাথে থাকা খাওয়া, ঘরটা যে তোমার ফাঁকা!

নেয় না খবর তোমার ছেলে, অসুখ বিসুখ কত

বুকে তোমার দিবানিশি, বাড়ছে ব্যথার ক্ষত।



মেয়ে তোমার রাখে খবর, টাকা পাঠায় অল্প

তার সাথেই করো এখন, তোমার দুঃখের গল্প,

বউয়ের কষ্ট ছেলের বুকে, যায় লেগে যায় ত্বরা,

তোমার কষ্ট দেখে না সে, আঁধার তোমার ধরা।


কেঁদো নাগো মা জননী, মেয়ে আছে বেঁচে

আর থেকো না পড়ে তুমি, সংসারেরই প্যাঁচে,

মেয়ে তোমার পাশে আছে, যদ্দিন বাঁচো ধরায়

আর পুড়ো না অযাচিত, অবহেলার খরায়।


ছেলে একদিন বাবা হবে, মা হারাবে সেদিন

আসবে নেমে দেখে নিয়ো, তারও এমন দুর্দিন,

দুনিয়া যে ধার উধারের, নারী জানো তুমি,

ঠিক এমনি পাবে শাস্তি, কাঁপবে বুকের ভূমি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী ছেলে একদিন বাবা হবে, মা হারাবে সেদিন আসবে নেমে দেখে নিয়ো, তারও এমন দুর্দিন, দুনিয়া যে ধার উধারের, নারী জানো তুমি, ঠিক এমনি পাবে শাস্তি, কাঁপবে বুকের ভূমি। চমতকার একটি ছন্দ কবিতা। বেশ মন কাড়ল। আসলে আমি যা করবো, তাঁর ফল একদিন আমাকে ভোগ করতে হবে। শুভ কামনা ও ভোট রইল।।
ম নি র মো হা ম্ম দ অনন্ভোয লেখনী শুভকামনা রইল,আমার কবিতায় আমন্ত্রণ!
মোঃ মোখলেছুর রহমান ছেলে একদিন বাবা হবে,মা হারাবে সেদিন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

একজন মায়ের ছেলে ও মেয়ের প্রতি আলাদা ভালোবাসা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫