একবার অনুশোচনা নত হও পুরুষ

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

এই মেঘ এই রোদ্দুর
একবার হও নতজানু-অনুশোচনায় নয় প্রেমে
একবার চাও ক্ষমা-ভালবাসা পারো নি দিতে তাই!
তাকাও ভালবাসায়
ভালবাসায় এসো ধুয়ে দেই বক্ষ তোমার যত আছে অভিযোগ
একবার বলো, নারী তুমি নও ছলনাময়ী, মায়াময়ী।

মোহিনী কামিনী নয় নারী
নারী তোমার মা-বোন-কন্যা-স্ত্রী
একবার সম্মানে হও নত।

পুরুষ তুমি-নও ঈশ্বর.....
তোমার পদতলে হতে পারে স্বর্গসুখ তবে
নারী মা, তার পায়ের নিচে তোমার জান্নাত।

একবার ভালবাসাবাসির পরামর্শে হও লিপ্ত
নারীর আবেগ বুঝতে একটু হও সচেষ্ট
নারী নয় পাথর কিংবা আগাছা
ছুঁড়ে ফেলো না অবহেলায়।

তোমার ভেতরের কাপুরুষটাকে- এসো করি শাসন
যত অহম মনে তোমরা পুরুষ বলে,
এসো অহম চুরমার করে দেই ভালবেসে
নরম হও।

নারীর ভিতর সেঁটে দিয়ো না তোমার মতামত
একবার কান পেতে শুনো ভিতরের আহাজারি
কত না বলা কথার ছন্দ আকুলি বিকুলি উথলায় বুকে
শুনো নিবিড় কান পেতে।

পুরুষ তুমি হয়ো না কামুক....
তাকিয়ো না ঐ রাস্তার ছিন্নমূল ষোড়শী পানে
চোখ মুদে তার জায়গায় বোনকে ভাবো!
একবার তুমি পুরুষ হও....
জোরে চেপে বসো না অবলার দেহে
মোহ কাটিয়ে দাও, এসো শুদ্ধতায় প্রেম শিখাই
এসো নিশ্চিন্তে স্বস্তি দেই।

পুরুষ তুমি কামে হয়ো না হিংস্র
ছুরি বসিয়ো না বুকে কোন এক নারীর
সে তোমার আপনজন,
মা - ভেবে নাও তোমার কন্যা
এসো এখানে সম্পর্কের মূল্য শিখাই
অনুধাবন করো নারীর মূল্য।

পুরুষ তুমি, কর্তৃত্ব হাতের মুঠোয় নিয়ে হুকুম করো না জারি
ভালবেসে হাত রাখো আলতো কাঁধে
সর্বস্ব দিতে হবে রাজি অনায়াসে নারী
তার আবেগে ঢেলে দাও প্রেম, বৃথা যাবে না স্বার্থপর পুরুষ
একবার আবেগ ছুঁয়ে দাও।
নতজানু হও পুরুষ, ভালবাসার জাল দাও বিছিয়ে
দেখে নিয়ো, সে নারী শুধু তোমার হবে, জিয়ন ও মরণে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সব পুরুষের সু মতি সুভ বুদ্ধি র উদয় হোক। আপু আপনি সুন্দর করে মিষ্টি ভাসায় উপদেস গুলো দিলেন, ভাল হল আবার জেনে সচেতন হয়া যাবে । বরাবর ভাল লিখেন সুভ কামনা, পাতায় আমন্ত্রন ।
কাজী জাহাঙ্গীর বেশ লিখেছেন , অনেক শুভকামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
রাকিব মাহমুদ নারীকে সম্মান দিতে হলে সমাজকে আরও শিক্ষিত হতে হবে। কবিতায় শুভেচ্ছা আর ভোট রইল। পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী এই তো চমৎকার লেখা, সব গুলো ঝাঝালো উপদেশ, খুব ভালো লেগেছে; তবে কি জানেন, ষোড়শী বয়সী মেয়ে সে তো আমার বোন। আর আমি যদি তার পর্দার ব্যবস্থা করি, তরুণ বয়স্ক ছেলে নয় যুবক পুরুষও তার দিকে তাকানোর চিন্তা করবে না.... ধন্যবাদ, কবিতা অসাধারণ হয়েছে

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪