সময়ের কাছে ক্ষমা বলতে কিছু নেই....

আঁধার (অক্টোবর ২০১৭)

এই মেঘ এই রোদ্দুর
  • ১০
  • ২১
দিন সে তো যায়, যাবে চলে হায়!
কে-বা শুনি আটকাতে তারে পারে
ঋতু যায় ঋতু আসে - বদলায়
বয়স সহসা চড়ে বসে ঘাড়ে!
দিন যায়-মন আঁধারেতে ছায়।।

সভ্যতা গড়ে সভ্যতা ভাঙ্গে ধীরে
মনের বাসনা যত আছে জমা
অপূর্ণতা সব এসে ধরে ঘিরে
মৃত্যু তব করে নাকো কভু ক্ষমা!
দিন যায় মন বিষাদেতে গায়।।

আশা সব উড়ে দূরে ঐ মিলায়
প্রিয়জন সব - যায় চলে যায়
সুখি কেউ দুঃখী কারো উচিলায়
ক্ষণ যায় ভেসে জীবনের নায়
দিন যায় টিকে থাকা বড় দায়।।

যায়- কেউ ধরে জীবনের হাল
বোঝা কাঁধেতে আগায় ধীরে আগে
যুদ্ধ - মিলাতে জীবনে ছন্দ তাল
থেকে যেতে হেথা মনে ইচ্ছে জাগে।
দিন যায়- ভেবে সহে নাকো গায়!!

কত স্মৃতি কত ইচ্ছে যাবে থেমে
কভু আশা জাগে কভু হতাশায়
বয়সের ভারে মন যায় ঘেমে
সুখ ক্ষণ আশা জলেতে ভাসায়!
দিন যায় - অতীতরা বসে ঠাঁয়।।

কত কথা, গান কত আলোচনা
তোমাদের তরে রচি তব হায়
শেষ হবে যার হয় নি সূচনা
আমারে ছেড়ে সময় ঐ পালায়!
দিন যায় মৃত্যু ডাকে আয় আয়!!

ভুল যত -ক্ষমা করে দিয়ো বন্ধু
কত দুঃখ দিই রেখো নাকো ওমনে
যাব সাঁতরাতে একা অথৈ সিন্ধু
মুছে যাবো আমি কোন এক ক্ষণে!
দিন যায় - শক্তি নাহি থাকে পায়!!

অভিমানে অনুরাগে যারা পাশে
স্মৃতি করে মনে রেখো বলে যাই
যারা ছিলে স্থির মম কষ্ট নাশে
মরণের পরে পাশে ফের চাই!
দিন যায় - ক্ষমায় রেখো আমায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জলধারা মোহনা কি করুণ নিস্তব্ধতা পুরোটা কবিতায়.. বিষণ্ণতা যেন আনাচে কানাচে ছড়িয়ে আছে। ভালো লেগেছে অনেক ☺
মোঃ নিজাম উদ্দিন দারুন লেখনী। ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ।
রাকিব মাহমুদ সময়ের কাছে ক্ষমা নেই, ঠিক। শুভেচ্ছা আর ভোট রইলো। আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ মোখলেছুর রহমান বয়সের ভারে .........ভাসায় । ভাল লাগল ।
পন্ডিত মাহী জানি না শেষ পর্যন্ত কি হবে। তবে এ কবিতা ভালো করবে। শুভকামনা রইল
মোঃ নুরেআলম সিদ্দিকী ফেলে আসা স্মৃতি গুলো এখন ভাবনা ছাড়া আর কিছু নেই; তবে সব কিছু যেন এলোমেলো, বাকীটা ঋণি। যদি হয় ক্ষমা, তবে কি আর চায়.... বেশ দারুণ কবিতা, খুব ভালো লেগেছে। ভোট সহ শুভকামনা রইল.....
কাজী জাহাঙ্গীর ফেলে আসা সময় আর স্রোতের কাছে আপসোস ছাড়া আর কী ই বা আছে দেবার। কবিতার আঙ্গিক বেশ পুষ্ট হলেও বেশ শান্তভাবে এগিয়েছেন। অনেক শুভকামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ রইল।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪