সুখি হও সবটুকু সুখ নিয়ে......

প্রায়শ্চিত্ত (জুন ২০১৬)

এই মেঘ এই রোদ্দুর
  • ১৩
  • ১৪৪
প্রতিনিয়ত একই পথের যাত্রি হয়ে ছুটে চলেছি
পথ ধীর লয়ে
ক্লান্তিহীন দেহখান; অবসাদের ভাড়ে নুয়ে পড়ল
মন গলে ক্ষয়ে ক্ষয়ে;
কতটা সময় গেল অনুসন্ধিৎসায় বয়ে।

হেঁটে যাই একা তাবৎ বিসংবাদ সাথে নিয়ে
পদচিহ্ন রেখে যাই;জগত দেখি বিস্ময়ে
হে ভালবাসা তোমায় দিয়েই দিলুম ছুটি
দীর্ঘশ্বাস পড়ে চুয়ে চুয়ে,
খানাখন্দ পথে ভালবাসা খায় লুটোপুটি,
স্পর্শ নেই মাটিতে নুয়ে ।

ধৈর্য্যের ওপারে সুখ আছে? এগোই মন্থর অপরাধী পায়ে
ফের নব প্রভাতের আশায় কাটিয়ে দেই একাধিক বিভাবরী,
অনির্ণীত আশাগুলো থাকে অবসন্ন শুয়ে,
অনির্বেদ দিবাকর হট্টহাসি দিয়ে
দিনের আলোটা দেয় সহসা নিভিয়ে;
অথচ সুর্য দেখব বলে কাটিয়েছি একেকটি দিন,
আলো বুকের ভিতর রেখেছি জড়িয়ে।

আর কতটা পথ আগালে পাব মেওয়া?
পথে পথে আছে বিষকাঁটা সর্বত্র ছড়ায়ে,
রক্তাক্ত পদযুগল, তীক্ততাই হয়ে রয় সাথী,
অসীম শুন্যতা যেনো ঐ আছে দাঁড়ায়ে;
সব সুখ নিয়ে যদি পার সুখি হও;
স্বাধ জেগেছে আমার অন্তিমে যেতে হারায়ে;
ধৈর্য্যের সে নেশা আর মায়া হলো ছিন্ন আজ;
শুভ্র মেঘেরা ডাকছে দেখ হাত বাড়ায়ে!!
প্রাপ্তির ঝুলিটা দিয়ে গেলাম তোমার হাতে
খুলে দেখো নির্দ্বিধায়, কোনো এক বিষন্ন প্রভাতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিয়াজ উদ্দিন সুমন শুভ কামনা কবি, সুন্দর হয়েছে...
অনেক ধন্যবাদ সুমন ভাইয়া ভাল থাকুন
জসীম উদ্দীন মুহম্মদ চমৎকার লেখা কবি ।।
থ্যাংকস এ লট ভাইয়া ভাল থাকুন খুব
সেলিনা ইসলাম খুব সুন্দর করে বিনিময়ের হিসেব নিকেশ কাব্য কথায় উঠে এসেছে কবিতায়। বেশ ভালো লাগল! তবে একটা লাইনে "মেওয়া" শব্দটা ঠিক বেমানান মনে হল আপু। ওখানে মনে হয় অন্য কোন উপমা দিলে বেশি ভালো হত। সবমিলিয়ে চমৎকার কবিতা হয়েছে। শুভকামনা নিরন্তর।
আপি আগে আপনাদে দেখাইলেই হইতো । তাহলে লেখাটা ঠিকটাক মতো পোস্ট করতে পারতাম । এখন থেকে আপনাকে দেখিয়ে কবিতা পোস্ট করব । আমি হলে আমার সম্পাদক হাহাহা । অসংখ্য ধন্যবাদ আপি পরামর্শের জন্য।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অজানা অদেখার কাছে কবির অনেক আকুতি অনেক আবদার। এগুলো আমাদেরও চাওয়া । সেই ভাল সেই সুখের খোঁজে আজ আমাদের দিন রাত একাকার করে এগিয়ে জাওয়া ,কেও পিছে কেও বা সামনে। সুন্দর লেখা ।
অনেক সুন্দর মন্তব্য এমন মন্তব্য লেখায় অনুপ্রেরণ জোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভাল থাকুন সদা
কাজী জাহাঙ্গীর khub valo hoyeche, suvescha , vote.
ধন্যবাদ আপনাকে ভাল থাকুন খুব
রুহুল আমীন রাজু khub sundor akti kobita pora holo.dhonnobad kobike.
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন খুব
অর্বাচীন কল্পকার অসাধারণ
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন খুব
জয় শর্মা (আকিঞ্চন) এক কথাই দারুণ! মুগ্ধ হলাম কবি... শুভেচ্ছা অটুট।
সুন্দর মন্তব্যের জন্য ধন্য হলাম । আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন
ফেরদৌস আলম অন্তিমে হারায়ে যেতে চাইলেই কি যাওয়া যায়? কবিতায় এত সুন্দর নান্দনিকতা ! সত্যিই মুগ্ধ হয়ে গেলাম! এরকম কবিতা সামনে প্রতিটি আসরেই চাই।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪