মুক্তিযুদ্ধ ,অত:পর.

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

সৌরভ শুভ (কৌশিক )
  • ৩০
  • ২৬
নীল আকাশ দেখবো বলে
ঘর হতে বাইরে
বেরিয়ে দেখতে পাই
আকাশ নীল নাইরে।

কালো ধোঁয়ায় ছেয়ে আছে
বারুদের গন্ধ
বাতাসে ভেসে আসে
দম হয় বন্ধ।

ভযার্ত মানুষের
চলে আর্তচিৎকার
এখন সময় নেই
ঘরে বসে থাকবার।

শত্রুর মোকাবিলায়
যুদ্ধে নেমে পড়ি
স্বাধীন সার্বভৌম
দেশের স্বপ্ন গড়ি।

লাখে লাখে পড়ছে
মানুষের লাশ
লাশের স্তুপে বলো
কেমনে করি বাস।

হিন্দু ,মুসলিম
বৌদ্ধ, খ্রীষ্টান
কাঁধে কাঁধ মিলিয়ে
যুদ্ধে যোগ দেন।

মা বোনের সম্ভ্র্রম
রক্ত দিলাম
আসলো স্বাধীনতা
পতাকা পেলাম।

মুক্তির স্বাদ তবু
নেই প্রতিঘরে
খুঁজছে মানুষ,বছর
চলি্লশ ধরে।

যুদ্ধের ইতিহাসে
চলে বিকৃতি
যোদ্ধা হতে চাই
সনদ,স্বীকৃতি।

তবুও স্বপ্ন দেখি
স্বদেশভূমি
মাথা উঁচু করে
দাঁড়িয়ে তুমি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন ঠিকঠাক তবে আরো ভালো চাই কারণ আশা বেশি......।
মৃন্ময় মিজান ভাল লাগল। আরো ভাল লেখার প্রত্যাশায় রইলাম।
সূর্য পড়েছি সৌরভ, তবে খুব বেশি তৃপ্ত হইনি। আরেকটু যত্ন চাই।
মিলন বনিক সুন্দর ছন্দের কবিতা। ভাল লাগল...তবুও স্বপ্ন দেখি, স্বদেশভূমি...শুভ কামনা ।
অজয় লিখে যান আরো ভালো হবে .......
আহমেদ সাবের আপনার লেখা পড়ে আমার প্রিয় কবি শামসুর রাহমানের "উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ" থেকে দুটো লাইন উদ্বৃত্ত করার লোভ সামলাতে পারলাম না - "উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিরানায়; মুক্তিযুদ্ধ, / হায়, বৃথা যায়, বৃথা যায়, বৃথা যায়।"। সুন্দর ছন্দের কবিতা। ভাল লাগল।
হাসান আবাবিল ‘তবুও স্বপ্ন দেখি স্বদেশভূমি মাথা উঁচু করে দাঁড়িয়ে তুমি।’ অনেক ভাল হয়েচছ । চালিয়ে যান ভাই....
পাঁচ হাজার অন্তমিলের সুন্দর কবিতা, ভাল লাগল।
দিগন্ত রেখা এই লেখায় ভোটিং বন্ধ রাখা হয়েছে।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫