ক্ষুধার রাজ্যে ক্ষুধিত মানুষ

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

সৌরভ শুভ (কৌশিক )
  • ৮৫
  • 0
  • ১৩৮
পেটের ক্ষুধার কষ্ট কেমন
যে জানে সে বোঝে
তাইতো সে সকাল বিকাল
একটু খাবার খোঁজে।

বাড়ি ঘুরে ক্ষুধার্ত মানুষ
কিংবা পথের ছেলে
টুকরে নেয় উচ্ছিস্ট খাবার
যা দিয়েছো ফেলে।

কেউবা করে সন্তান বিক্রি
কেউবা করে দেহ
কত মানুষ আত্মহত্যা করে
খোঁজ রাখিনা কেহ।

এতো গেল পেটের ক্ষুধা
ক্ষুধা আছে আরো
সে ক্ষুধা যে হয়না পূরণ
যতই নিষেধ করো।

কেউবা চায় টাকা পয়সা
কেউবা বাড়ি গাড়ি
টাকার পিছে ছুটছে সবাই
নয়কো ছাড়াছাড়ি।

সকাল বিকাল ঘুষ খেয়েও
যার ক্ষুধা মেটেনা
কোটিপতি হয়েও তাদের
অভাব ঘোচেনা।

টাকা চাই আরো চাই
ব্যাংকে জমে টাকা
পেট ভরিলেও মনটা তাদের
করে ফাঁকা ফাঁকা।

ক্ষুধা লাগে বলেই কেউবা
করে বনচুরি
গাছ খেয়ে বন সাবাড় করে
খেলে লুকোচুরি।

কেউবা আবার খায় জমি
খায় নদী নালা
এতকিছু খায় তবু
ক্ষুধা মেটে না।


যার আছে যত ধন
তার ক্ষুধা তত
ধনী গরীবের বৈষম্য
বাড়ছে আরো তত।





পেটের ক্ষুধা মেটে তবু
খাবার খেলেরে
মনের ক্ষুধা মিটবে বলো
কেমনে করেরে !

জৈবিক ক্ষুধা মেটাতে গিয়ে
করে ধর্ষন,বলাৎকার
পশুর চাইতে উত্তম বলে
কেমনে দাবী করব আর !

মানুষ না মারলে পরে
হাত নিশপিশ করে
পেশাদার খুনীরা তাই
খুনের ক্ষুধায় মরে।

ক্ষুধা আছে নেতা নেত্রীর
ক্ষুধা তোমার আমার
সে ক্ষুধাটা চিরকালই
ক্ষমতা পাবার।

সব ধরনের ক্ষুধা কি আর
পূরণ করা যায়
তাইতো মানুষ চিরকালই
করে হায় হায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৌরভ শুভ (কৌশিক ) @ নাজমুল হাসান নিরো : তোমার গঠনমূলক সমালোচনা ,দেয় যে আমায় ভালো লেখার অনুপ্রেরণা /
ভালো লাগেনি ২৭ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো কোন বিষয়ই বাদ যায় নি, এই বিষয়টা যথেষ্ট ভাল লাগল। কিন্তু একটা ছড়া হিসেবে যে গতি দিয়ে শুরু হয়েছিল সেটা বারেবারে ধাক্কা খাচ্ছিল। এটাই যা একটু ঘাটতি। আমার নিশ্চিত বিশ্বাস, আরেকটু নজর দিলেই মনে হয় ছন্দের গতি ধরে রাখতে সক্ষম হবে। দোয়া রইল অনেক।
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১১
সৌরভ শুভ (কৌশিক ) এস, এম, ফজলুল হাসান ,ধন্যবাদ নিয়ে যান /
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১১
এস, এম, ফজলুল হাসান ক্ষুধা আছে নেতা নেত্রীর ক্ষুধা তোমার আমার সে ক্ষুধাটা চিরকালই ক্ষমতা পাবার ---- ভালো লাগলো কবিতাটি | ধন্যবাদ |
ভালো লাগেনি ২৪ সেপ্টেম্বর, ২০১১
সৌরভ শুভ (কৌশিক ) NIROB তোমার আগমনে ,উত্ফুল্ল শুভ মনে প্রাণে /
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
সৌরভ শুভ (কৌশিক ) মোরশেদুল kabir ,বলেছ সুন্দর কবিতা ,ধন্যবাদ দিতে করিনি কৃপনতা /
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
নিরব নিশাচর ............................... যেদিকেই তাকাই, দেখি শুধু তুমি... কবিতায় ভরে দিয়ে রেখেছ ভুবন... গল্পকবিতার পাতায় পাতায়, সৌরভ শুভ মানে অসাধারণ... !!
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
মোরশেদুল kabir সুন্দর কবিতা
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০১১
সৌরভ শুভ (কৌশিক ) বিন আরফান. দেরিতে হলেও পেলাম তোমার দর্শন /
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
সৌরভ শুভ (কৌশিক ) Shahnaj Akter ,তোমার প্রতি কৃতজ্ঞতা আমার /
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪