কথা দিয়েছিলাম

মা (মে ২০১১)

সৌরভ শুভ (কৌশিক )
  • ৩৩
  • 0
  • ৬৪
মাকে আমি কথা দিয়েছিলাম
মার জন্য টাঙ্গাইলের তাঁতের শাড়ি আনব।
আনতে পারিনি বেতনের টাকা শেষ হয়ে গিয়েছিল।

মাকে বলেছিলাম
তাকে আমি অনেক বড় ডাক্তার দেখাব
পারিনি,সময় পাইনি বলে।

মাকে বেড়াতে নিয়ে যাবো বলেছিলাম
চেয়েছিলাম তাকে সাথে নিয়ে কক্সবাজার বেড়াতে যেতে
নেয়া হয়নি,গাড়িতে জায়গা ছিলনা বলে।

মাকে বলেছিলাম
তোমার পুষ্টিকর খাবার দরকার
তোমাকে ফলমূল এনে দেবো।
হয়নি এনে দেয়া,বাচ্চার খাবার কিনতে গিয়ে ভুলে গিয়েছিলাম।

এত কিছুর পরেও মা বলেছিলো
ওরে খোকা,তুই শুধু আমাকে তোর সাথে রাখিস।
যেন কাছে থেকে তোকে দেখতে পারি।

মাকে কথা দিয়েছিলাম
তাকে চিরকাল রাখব আমার সাথে।
কিন্তু পারিনি,তাকে রেখে এসেছি ওল্ড হোমে।
বাসায় তাকে দেখার ,যত্ন নেবার মানুষ,সময় কোথায় ?
মাস শেষে ওল্ডহোমে কিছু টাকা দিয়ে এসে ভাবি,দায়িত্ব শেষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৌরভ শুভ (কৌশিক ) নাজমুল হাসান ধন্যবাদ তোমায় ,ভুলগুলি তুমি ধরিয়ে দেয়ায় /
নাজমুল হাসান নিরো কেমন জানি আবেগপ্রবণ হয়ে উঠলাম। মার ব্যাপারে শেষমেস এরকমই বোধহয় হয়ে যাই আমরা বিয়ের পর। বাস্তব কথন। তবে প্রমিত বাংলা বানানরীতির সামান্য অভাব দেখলাম। পারিনি = পারি নি হবে, হয়নি = হয় নি হবে।
সৌরভ শুভ (কৌশিক ) একে একে পাচটি লেখাই করে পড়লে শেষ ,রাজিয়া সুলতানা তোমায় ধন্যবাদ অশেষ
রাজিয়া সুলতানা খুব বাস্তবধর্মী বক্তব্যময় একটা লেখা /যা পড়ে অনেক কিছুই যাবে যে শেখা/.....তবে যেন বাস্তবটা এমন না হয়/.......আমার লেখা কবিতা ২ টি পড় যদি সময় হয়/....
সৌরভ শুভ (কৌশিক ) শিশির সিক্ত ,মাকে হারিয়ে আজ আমি রিক্ত /
শিশির সিক্ত পল্লব নিজের অপারগতার কথা.....নাবলায় শ্রেয়.......তবে কবিতাটি ভাল
সৌরভ শুভ (কৌশিক ) ধন্যবাদ রাজিব ফেরদৌস ,আপনার মন্তব্যে পেলাম লেখার সাহস /
Rajib Ferdous ভাল লাগলো আপনার কবিতাটি। হয়তো সহজ ভাষায় অতিপরিচিত একটি চিত্র তুলে ধরেছেন তাই। আপনার জন্য শুভ কামনা রইলো। আমি বুঝিনা গল্পকবিতা কেন কবিতাগুলোকে সেন্টার করে ছাপে। এতে খুব দৃষ্টি কটু লাগে। একটি কবিতা বা গল্প কোন ফরমেটে ছাপা হবে তার উপর কিন্তু ভাল মন্দ অনেক কিছু নির্ভর করে। এগুলো অবশ্যই সম্পদনার বিষয়। ইশ! গল্পকবিতার কবে যে একটি সম্পদনা পরিষদ হবে। আসুন আমরা সবাই দোয়া করি।
সৌরভ শুভ (কৌশিক ) আহমেদ সাবের ভাই ,লিখতে আরও ভালো চাই/
আহমেদ সাবের বাস্তব বড় কঠিন। থীমটা বেশ ভাল ভাবেই ফুটানো হয়েছে। আগামী সংখ্যায় আরো ভাল কবিতা দেখতে চাই।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫