একজন মা এবং আমাদের স্বাধীনতা

মা (মে ২০১১)

দীপক সাহা
  • ৪০
  • 0
  • ৫৫
ছেলের উপর খুব যে শাসন মা
একটু চোখের আড়াল করিস না
আঁচল ছায়ায় রাখিস ঢেকে ঢেকে।
একটু ব্যথায় কঁকিয়ে ওঠে যেই
কোমল পরশ মাখিয়ে দিয়ে সেই
আদর করিস গহীন বুকে রেখে।

এমন মা তুই কেমন দিলি ছেড়ে
বুকের সোনা বুকের পাজর ফেঁড়ে
নাম লেখালো মুক্তি সেনার দলে।
এখন মা তোর কেমন সময় কাটে
চাঁদ ডুবে যায় সুরুজ নামে পাটে
তোর ছেলে কি ফিরবে সদলবলে।

বারুদ লাশের বিকট গন্ধ আসে
বানের ঢেউয়ে মানুষ পশু ভাসে
সার বেঁধে সব মানুষ দেশান্তর।
বানের তুফান ভাটির টনে টানে
শিউলি ফুলের অচিন গন্ধ আনে
তবুও মা তুই ছাড়লি না এ ঘর।

লাল সবুজের আলোয় সারাদেশে
ভাসছে সবাই স্বাধীনতার রেশে
খুঁজিস কি মা বীর ছেলেদের ভিড়ে।
সবার ছেলেই মিছিল করে ফেরে
গাইছে সবাই যে যার মতো সুরে
তোর ছেলেটা আসলো না আর ফিরে।

তুই মা সবার অবাক করে দিয়ে
খুঁটির মাথার নিশান তুলে নিয়ে
বললি- 'তোমরা দুঃখ ক'রো নাতো,
সবার ছেলেই আসতো যদি ফিরে
ঘুরতো মায়ের আঁচল ধরে ধরে
দেশ তাহলে কেমনে স্বাধীন হতো।'
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন অনেকেই এক গাদা করে কবিতা পাঠায় তবু সেগুলো কেন যেন বুকে এসে ভীড়ে না। আপনার কবিতাগুলো বুকে জমিয়ে রাখার মত।
এস, এম, ফজলুল হাসান আমার দৃষ্টিতে মা সংখ্যার সেরা গল্প-কবিতা গুলি হলো (১) প্রথম : # সাত মা # লেখক : মামুন ম.আজিজ , (২) দ্বিতীয় : # ভিখারিনী মা # কবি : Oshamajik , (৩) তৃতীয় : # আমার ভালোবাসার ফুল মায়ের হাতে দেব # কবি : মোহাম্মদ অয়েজুল হক জীবন , (৪) চতুর্থ : # মা # কবি : Khondaker Nahid Hossain , (৫) পঞ্চম : # ২০০০০০০০৯৭ সালের মা # লেখক : মাহাতাব রশীদ (অতুল) , আমার দৃষ্টিতে বিজয়ীদের বলছি , " আপনারা গল্প-কবিতা থেকে বিজয়ী হবেন কিনা তা জানি না তবে , আমার অন্তর থেকে রইলো আপনাদের জন্য বিজয়ী শুভেচ্ছা , ধন্যবাদ সকলকে " ,,
মামুন ম. আজিজ ৭১ এর মানুষ। স্বাধীনতা আর মা একাকার করে সুন্দর শব্দ আর তালে সুন্দর একটা কবিতা লিখেছেন।
দীপক সাহা এমদাদ হোসেন নয়ন, অনেক ধন্যবাদ ভাই.
দীপক সাহা আহমেদ সাবের ভাই, আপনার পরামর্শ আমার কাজে লাগবে. ধন্যবাদ.
এমদাদ হোসেন নয়ন খুব সুন্দর লিখেছেন।
আহমেদ সাবের ছন্দ আগা গোড়া ঠিক রেখে এত সুন্দর একটা কবিতা উপহার দিলেন বলে ধন্যবাদ। কিছু পরামর্শ - এমন মা তুই কেমন ( কেননে )দিলি ছেড়ে , এখন মা তোর কেমন ( কেমনে ) সময় কাটে, ভাটির টনে ( পানে ) টানে , তুই মা সবার ( সবায় ) অবাক করে দিয়ে। শুভেচ্ছা থাকলো।
দীপক সাহা শাহানাজ আপু, কবিতাটি আপনার ভাল লেগেছে-- এটা আমার জন্যও অনেক ভাললাগার বিষয়।
দীপক সাহা মৎস্য কন্যা, লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
দীপক সাহা সূর্য ভা্‌ই, আমি অপেক্ষায় থাকি- কখন আপনি অথবা আপনার মত কয়েকজন আমার কবিতা পড়বেন। সত্যিই মানুষের ভিতরকার প্রতিভা জাগিয়ে তুলতে আপনারা অতুলনীয়।

২৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪