মানুষ হতে হতে

সরলতা (অক্টোবর ২০১২)

খন্দকার নাহিদ হোসেন
  • ৫০
  • ২৬
মানুষ হওয়ারও আগে
মানুষের বোধ পকেটেই জমে কিছু কষ্ট মুদ্রা
যেমন সরল অনুসিদ্ধান্তঃ
# নোঙ্গরের আগে জাহাজের সঞ্চয় ঝড়ের দিন
# ভীষণ ক্ষুধায় ক্ষুধার্তের আকুলতা স্মৃতি খাদ্যে
কিংবা
# দুঃখের আঙ্গুলে লেগে থাকা মধু সুখ আঠা।

দাঁতাল বাঘের চেয়েও প্রাচীন মানুষের এ নিজস্ব বিচরণ ভূমি
কেউ কেউ সেই মাটি খুঁড়ে দেখে
পাথরচূর্ণ হাঁড়ি-পাতিল কাপড় টুকরো
কেউ ব্যক্তিগত গুহায়
খুঁজে পায় সূর্যের নিচেই শিকারের ছবি
চলে খোঁড়াখুঁড়ি একান্তে খোঁজা মানুষ হতে হতে......

দিনান্তে শুধুই তিক্ত এক সরলতা
আর তাতে মানুষ অমানুষেরা ভাগ হয়ে যায়-
একদল নিজে কেঁদেছিল বলে অন্য কাউকে কাঁদায়
অন্যদল তার দ্বারা আর দুঃখ কারো জন্য নয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...................................এভাবে ভাবার ভাবনাটাও ভাবিয়ে তোলে, ভাবতে শেখায়। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
শেখ একেএম জাকারিয়া অসাধারণ এক লেখনি। মানুষ হওয়ার আগে মানুষের বোধ পকেটেই জমে। পুরো কবিতাটা পড়ে আমার মনে হল ভোট আপনা কে ১০০% দিতে হবে । তাই দিলাম।
এফ, আই , জুয়েল # খুবই সুন্দর ---, জটিল ও কঠিন কবিতা । =৫
মাহমুদুল হাসান ফেরদৌস আপনার কবিতা পড়ে তেমন কিছু বলার থাকেনা। আপনার কবিতায় আসি , পড়ি আর মুগ্ধতা নিয়ে চলে যাই। "কেউ ব্যক্তিগত গুহায় খুঁজে পায় সূর্যের নিচেই শিকারের ছবি "
মনির মুকুল বরাবরের মতই গভীর ভাবনায় সমৃদ্ধ লেখনী।
মৌ রানী দিনান্তে শুধুই তিক্ত এক সরলতা আর তাতে মানুষ অমানুষেরা ভাগ হয়ে যায়- ............. খুব ভালো লাগলো।
পাপিয়া সুলতানা খুঁজে পায় সূর্যের নিচেই শিকারের ছবি চলে খোঁড়াখুঁড়ি একান্তে খোঁজা মানুষ হতে হতে...... ------ চলুক !
কায়েস খুব সুন্দর কবিতা
রি হোসাইন চকতকার কবিতা ......।
ওসমান সজীব দারুন কবিতা

২৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪