সত্য কথন-৩

বর্ষা (আগষ্ট ২০১১)

খন্দকার নাহিদ হোসেন
  • ৬২
  • 0
  • ১০৬
যে বৃষ্টি পড়ছে এই কবিতা লিখতে লিখতে
আমি কি তাকে তুলে এনে- অপাপের রঙে
আকাশের ঘ্রাণ বুকে রেখেই আঁকতে পারবো কবিতায়?
আর তাতে যদি কবিতা তরল হয়
ঘোলা হয় চিনির স্বাদে
তবে পাঠকেরা কি সে মাতলামির সুযোগটা নিবে
এ পান্থশালায় এসে-এই বর্ষায়?

পুরনো কবিরা রং-রুপ-গন্ধ নিয়ে বলে গেছে
আমিও কি সেই পথে দেবো পা?
ভুলচুক হবে কম চেনা পথপরিক্রমা!
তবে কেন এ প্রান্তিক ক্ষণে বর্ষার মনধর্ম
ঠাহরে না এনেই বলি
কবিত্ব নামের যে পাপ নিয়ে জন্মেছিলাম
তার থিতু না হওয়া বিপর্যস্ত শেষকথা হলো-
কবিতা আমৃত্যু লড়ে চলে মৃত স্রষ্টাদের সাথে!

‘দ’ জীবন থেকে অস্তিত্বের কাঁথায়
সোনার কাঠি আর রূপার কাঠি বদলে দিয়েছিল
এক বর্ষা। শ্রাবণের ‘অঝর’ শব্দের বুকে
চাক-ভাঙ্গা ঝড় জন্মেই এক ডুবন্ত গ্রামে
আমার মুখোমুখি হলো শেষ রাতে
এক ঝুলন্ত চৌকি- ডোয়া ভেঙে যাওয়া আঁতুড়ঘর
সেই সে চিরকালীন রূপকথা- এভাবেই পড়ি
কিংবা সত্য কথনে- অন্তত মা গল্পটা এমনই বলে।

যে পাঠক বর্ষায় জনপদের খবর চেয়েছিল
সে কি জানে না পরাণ মানেই আষাঢ়-শ্রাবণ?
অবনিবনার সাময়িকীতে থকথকে রচনাই উপরে থাকুক
আমি কলার পাতার সবুজ মেখেই কবিতা বিছাবো
জানাবো- বর্ষায় ধোয়া শব্দ বিচালি তার সই
তাতে যে মাতাল অপাঙক্তেয় গালি হাঁকবে
সে হয়তো বোঝেও না- বর্ষা এগিয়েই যায়
কবিও খোঁচা শেখে সত্যের সাথে শ্রাবণ পাতায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন মামুন ভাই, কবির যা বলবার ছিল তা সে কবিতাতেই বলেছে। তারচেয়ে শুধু এটুকুই বলি আপনার যদি কবিতাটি ভালো লেগে থাকে তাতেই আমি বড্ড খুশি। অনেক ভালো থাকুন।
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১১
মামুন ম. আজিজ কবিতার মধ্যে কবির মনপ্রাণ খুঁজে পেলাম
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১১
খন্দকার নাহিদ হোসেন লোকমান হোসেন ভাই, ধন্যবাদ। অনেক ভাল থাকুন।
লোকমান হোসেন চমৎকার কবিতা। খুব ভালো লাগল শুভ কামনা রইল।
খন্দকার নাহিদ হোসেন বিপুল ভাই, আহবান গ্রহণ করেছেন জেনে ভালো লাগলো। এই কবিতাটি আমার বেশি পছন্দের হয়তো নিজের কিছু কথা আছে বলেই। কবিতাটি পছন্দে নিয়েছেন দেখে আরো ভালো লাগলো। অনেক ভালো থাকুন এই কামনায় শেষ করছি।
ফয়সাল আহমেদ bipul যে বৃষ্টি পড়ছে এই কবিতা লিখতে লিখতে আমি কি তাকে তুলে এনে- অপাপের রঙে আকাশের ঘ্রাণ বুকে রেখেই আঁকতে পারবো কবিতায়? আর তাতে যদি কবিতা তরল হয় ঘোলা হয় চিনির স্বাদে তবে পাঠকেরা কি সে মাতলামির সুযোগটা নিবে এ পান্থশালায় এসে-এই বর্ষায়? দারুন আহবান l
ফয়সাল আহমেদ bipul অনেক কঠিন ভাব l আসার কথা l সমসাময়েক বিপর্যয় কাটানো l অস্তির সমাজ , এবং তোমার বুকে জমে থাকা খুব কিছু পদ্য , এক্খেব রূপে l ভালো লাগলো l কবি তুমি ধন্য l এক বিপ্লবের সৌরব পাই আমি l তা সবার মাজে প্লাবিত হবে l আশা কবি আমার ভাবনার সাথে তোমার ভাবনা মিল পাবে l
খন্দকার নাহিদ হোসেন রানা ভাই, এই ছেলেটাকে মনে রাখছেন বলে ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকুন এই কামনায় শেষ করছি।
মিজানুর রহমান রানা আপনাকেও ধন্যবাদ।
খন্দকার নাহিদ হোসেন রোমেনা আলম, কবিতাটি আপনার প্রিয়তে নিয়েছেন দেখে বড্ড ভালো লাগলো। ধন্যবাদ আর ভীষণ ভালো থাকুন।

২৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫