মা

মা (মে ২০১১)

খন্দকার নাহিদ হোসেন
  • ৩৮
  • 0
  • ১২২
এ শব্দের পর শব্দগুলো যে হাত দিয়ে লিখছি
সে হাত জানে, চোখে লুকানো থাকেনা কোনো দীপ
আধারে; এ ছটফটানি এক কিশোরীর কষ্ট
বেলা শেষের চাঁদটা যার কপালের সাদা টিপ।

যন্ত্রণায় থরথর করে কাঁপা যায় যেন গা চিত্য
চাপা বোধ দুর্বোধ্যে শেষমেশ আছড়ে খুলি ফাটাতে চায়
পুনর্জন্ম আর কর্মফলের ব্যাখ্যায় আমি লাথি মারি
কণ্ঠার ঘৃণা জানাই মানুষ¬¬-মানুষীর জান্তব পুতুল খেলায়।

জাগেনি কখনো সাধ এ বোধ ফেরী করবার
মেয়ে তুই কাঁদিসনা,তুই-ও একদিন মা হবি
পাপীরা দুঃখবিলাস করুক,তবু মাতৃত্বের গল্পে ওরা নেই
ওদের নীল দেয়াল থাকে,থাকে ফ্রেম শুধু থাকেনা ছবি।



এ শব্দের পর শব্দ-নয় বোঝাতে অশ্রু বা গোঙানি
তবে কি লিখছি,কিছু কি লিখছি এই হাতে?
বুকের শুক পাখি জানে,আমার ভালোবাসার কসম
ভালোবাসার সাধ জাগে ব্যথায়,রাতে আর প্রভাতে।

পেটে ধরবার ব্যথা,তীক্ষ্ণ কাতরানি কারে কয় জানবোনা
মেয়ে তুই জানবি,কান্নায় দিবি দুধ কখনো ভাত-রুটি
জানিস বিনিময়ে শিরার লাল-নীল সব রক্তের ফোটা তোর
কাঁদিসনা পাগলি,মা কখনোই বানায়না পুতুল খেলার ঘুঁটি।

সাত আসমানের বিষাদ লিখবো বলেতো নয় কলম ধরা
ক্লান্তিতে হাত ঘড়ি থেমে যায় তবু বুক পোড়ে,পুড়ুক
না খোদা অভিযোগ নয়,নয় প্রশ্নের ভাষায় কেন
অধম আমরা তোমার আশ্বাস,‘নিশ্চয়ই দুঃখের সাথেই আছে সুখ’।

তারপর সুখের খোঁজে ছেনেছুঁয়ে এপিঠ-ওপিঠ দুঃখ দেখি
মেয়ে জানি,বুকের ঘরে রাখবার আগেই বদলে যায় জানা-অজানা
তবু বিশ্বাসের চোখে বিকেলের চাঁদ তোর কপালের সাদা টিপ
আর আমার কবিতারা জানে আমি কতদিন ঘুমাইনা........
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna সিম্পলি অসাধারণ। প্রথম থেকে শেষ পর্যন্ত আঠার মত সেঁটে ছিলাম। কবিতা পড়ে যে অনুভূতি জেগে ওঠে। আপনাদের মত কবিদের পেলে মাঝে মাঝে বুঝতে পারি... এখানকার কবিতাগুলোর তুলনায় এ কবিতায় নাম্বার লিমিট কয়েকগুণ বেশী থাকা উচিত ছিল...
এস, এম, ফজলুল হাসান N/A আমার দৃষ্টিতে মা সংখ্যার সেরা গল্প-কবিতা গুলি হলো (১) প্রথম : # সাত মা # লেখক : মামুন ম.আজিজ , (২) দ্বিতীয় : # ভিখারিনী মা # কবি : Oshamajik , (৩) তৃতীয় : # আমার ভালোবাসার ফুল মায়ের হাতে দেব # কবি : মোহাম্মদ অয়েজুল হক জীবন , (৪) চতুর্থ : # মা # কবি : Khondaker Nahid Hossain , (৫) পঞ্চম : # ২০০০০০০০৯৭ সালের মা # লেখক : মাহাতাব রশীদ (অতুল) , আমার দৃষ্টিতে বিজয়ীদের বলছি , " আপনারা গল্প-কবিতা থেকে বিজয়ী হবেন কিনা তা জানি না তবে , আমার অন্তর থেকে রইলো আপনাদের জন্য বিজয়ী শুভেচ্ছা , ধন্যবাদ সকলকে " ,,
সূর্য N/A তোমার কবিতাটা আগে একবার পড়েছি, মন্তব্য করেছি, ভোট দিয়েছি। তোমার উচিত ছিল প্রথম দিকেই একটা কবিতা মুছে দিতে বলার। তাতে যারা কবিতাটা পড়বে ভোট দিতে পারবে এবং ভোটগুলোর বিভাজন হবেনা। এখানে যারা পড়েছে হয়তো তারা আর একটা পড়েনি। আবার যারা ঐটা পড়েছে তারা এইটা পড়েনি ফলাফল কিন্তু দুটো যোগ করে হবেনা। দুঃখ লাগবে ভাল একটা কবিতার সঠিক মূল্যায়ন না হলে।.......... তোমার ঐ কবিটার কথাই এখানে মনে রেখো। এটাতেও ভোট দিলাম।
খন্দকার নাহিদ হোসেন সাবের চাচা আপনি আমায় খুব লজ্জায় ফেলে দিচ্ছেন। আমি এমনিতেই কবিতা লিখে অনেক অস্বস্তিতে থাকি, তার উপর আপনি যদি এভাবে বলেন তখনতো ভয় লাগে! আপনার দোয়া পেলাম এটা আমার কাছে অনেক বড় কিছু। আর আপনি অবশ্যই আমায় তুমি করে বলবেন।
মোঃ মুস্তাগীর রহমান !!!..........নিশ্চয়,জয় একদিন হবে!
onamika আরো লেখা চাই . আরো অনেক .
onamika আরো লেখা চাই . আরো অনেক .
রনীল সাত আসমানের বিষাদ লিখবো বলেতো নয় কলম ধরা- লেখকের কল্পনা এবং অনুভুতি আসলেই আকাশ ছুঁয়েছে...
আকবর হাসান নাহিদ ভাই, অসাধারণ! আমিও সাবের আঙ্কেলের সাথে একমত! 'মা' সংখ্যায় আপনি প্রথম হবার যোগ্যতা রাখেন! ধন্যবাদ! *৫ আপনার প্রাপ্য...

২৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫