নিঃশব্দ আতঙ্ক

আতঙ্ক (নভেম্বর ২০২৫)

এস এফ শামীম হাসান
  • 0
  • 0
রাত্রি গভীর—আমি একা দাঁড়িয়ে আছি।
আকাশ জুড়ে কেবল তারার নিরব দহন।
নদী ঘুমায়, গাছেরা চুপ,
আর আমি—এই পৃথিবীর একান্ত নিঃশব্দে।

শৈশবের পথ হারিয়ে গেছে,
মায়ের ডাকে যে আলো জ্বলে উঠত জানালার কোণে,
আজও সেই আলো ঝলমল করে,
কিন্তু ঘর খালি, বাতাসে কেবল নিঃশব্দ।

মানুষের মুখ দেখি—সকলেই অচেনা,
কারও চোখে স্মৃতির ছায়া,
আমি হাত বাড়াই—ছোঁয়া হয় না,
স্বপ্নের ভিতর ডুবে থাকা আয়নার মতো।

দিন গলে রাতের মধ্যে, রাত ভোরে,
জীবনের অর্থ খুঁজি—
কিন্তু নদীর তীরে, ফুলের দলে,
কোনো উত্তর আসে না।

আমি ভয় পাই মৃত্যুকে নয়,
ভয় পাই এই বেঁচে থাকার অনন্ত পুনরাবৃত্তিকে—
প্রতিটি সকাল একই, প্রতিটি মুখ প্রতিচ্ছবি,
যে ভেতর দিয়ে সময় চলে,
আমি হারিয়ে যাই, পৃথিবী টের পায় না।

নদী বইবে, বাতাস বইবে,
গাছেরা দুলবে তাদের স্বাভাবিক ছন্দে—
শুধু আমি থাকব না,
আমার নাম, আমার স্মৃতি, সব মিশে যাবে নিস্তব্ধতায়।

তবু এই শূন্যতার ভেতর,
এক অজানা আকুলতা জেগে থাকে—
ভয়, শঙ্কা, এবং নিজেকে হারানোর আতঙ্ক,
যা মানুষকে করে মানুষ,
এটাই জীবনের প্রকৃত প্রার্থনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতার “আতঙ্ক” বিষয়বস্তু সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এটি কেবল ভয়ের অভিব্যক্তি নয়, বরং নিঃসঙ্গতা, অস্তিত্বের অনিশ্চয়তা এবং জীবনের পুনরাবৃত্তি থেকে উদ্ভূত গভীর দার্শনিক আতঙ্ক বলে আমি মনে করি।

৩১ মে - ২০২৫ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "মুক্তিযুদ্ধ”
কবিতার বিষয় "মুক্তিযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৫