রাত যত গভীর হয়, শহর থেমে যায়,
কিন্তু আমার বুকের ভেতর যেন আরেকটা শহর জেগে ওঠে—
অদৃশ্য রাস্তায় হাহাকার বাজে,
সব বাতির নিচে জমে থাকে ভাঙা প্রতিজ্ঞার ছাই।
আমি যত দূরে তাকাই, দেখি ফেরার কোনো পথ নেই।
যে স্বপ্নগুলোকে আমি শিশুর মতো আগলে রেখেছিলাম,
তারা আজ মৃত পাখির মতো পড়ে আছে বিছানার ধারে।
তাদের ডানা আর কাঁপে না,
শুধু ধুলো জমে,
যেন কেউ কখনোই চায়নি তাদের উড়তে দেখা।
মাঝে মাঝে মনে হয়, হতাশাই আমার একমাত্র সঙ্গী।
সে বসে থাকে জানালার পাশে,
চুপচাপ তাকিয়ে থাকে তারাভরা আকাশে—
যেন বলছে,
“দেখো, আলো কত দূরে,
তোমার হাত কোনোদিন সেখানে পৌঁছাবে না।”
আমি কাঁদি না—
কারণ কান্না ক্লান্ত হয়ে গেছে।
আমি চিৎকার করি না—
কারণ শব্দও মরেছে অনেক আগে।
শুধু নীরবতা হেঁটে বেড়ায় ঘরের কোণে,
তার পদধ্বনি শুনে মনে হয়—
হয়তো জীবনও একদিন এভাবেই থেমে যাবে।
কোনো দরজা খুলবে না,
কোনো ভোর আসবে না,
শুধু আঁধার—
যেটা ধীরে ধীরে গিলে নেবে
আমার ঘর, আমার স্বপ্ন, আমার সমস্ত নাম।
আর তখনও, আমি একা দাঁড়িয়ে থাকব,
যেন এই অন্ধকারেরই অংশ আমি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এই কবিতার মূল থিম হলো হতাশা, যা শুরু থেকে শেষ পর্যন্ত অব্যাহত
৩১ মে - ২০২৫
গল্প/কবিতা:
৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।