কিছু মানুষ আছেন,
যারা পরগাছার মতো জীবনের স্রোতে ভাসে,
নিজেকে ভোগের আশ্রয়ে বাঁধে,
তবু লুকায় শক্তির ছায়া, নিরাপত্তার ছলনা।
তারা অন্যের রোদের নিচে দাঁড়ায়,
নিজেকে বলে ‘আলো’—
অবশেষে শিকড়ের রস ছিনিয়ে,
একটি গাছ নিভে যায়, অন্ধকারে হারিয়ে।
তাদের কথা প্রেমের খেলা,
তাদের স্পর্শ বন্ধনের ফাঁদ;
তারা টানে—প্রেম নয়, শোষণের গান,
গলায় পেঁচানো হয় শিকড়ের স্বাধীনতা।
আমি শুনেছি মুখে—
“আমি তো কিছু চাইনি,”
তবু অন্তরে লুকায় গভীর ঋণ,
নিজ অস্তিত্বের ছোঁয়া মুছে ফেলা।
আমি জানি—
সহজে জড়ানো প্রেম নয় প্রমাণ,
জড়ানো মানে নয় হৃদয়ের একাত্মতা,
নীরবতা নয় অপরাধের নসিহত।
আমি শিকড়হীন নই,
আমি কারো রক্তে ভাসি না,
আমি অন্যের আলোতে ঝলমলাই না,
নিজ আলোই আমার সঙ্গী।
আমি স্বাধীন বীজ,
নিজ ছায়ায় পথ চলি,
নিজ মাটি খুঁড়ি, নিজ রোদ চাই,
ঝড়ের গর্জনে গড়ি নতুন জীবন।
আমি দাঁড়াই নিজের নামে—
নিজ ব্যথা, নিজ ফুল, নিজ ফল;
আমি পরগাছা নই—
আমি গাছ, একাকী পূর্ণ, জীবন্ত, মুক্ত।
আমার শিকড় গাঁথা আকাশে,
আমার পাতা বাঁধা স্বপ্নের রঙে;
আমি ঝরঝরে বাতাস,
আমি অটুট এক জ্যোতিষ্ক।
আমি পরগাছা নই—
আমি মুক্তির পরশ,
আমি স্বাধীনতার এক অনন্ত গান।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বিষয় সামঞ্জস্যতা (পরগাছা):
এই কবিতায় “পরগাছা” একটি রূপক, যা ব্যবহার করা হয়েছে সেইসব মানুষের প্রতীক হিসেবে, যারা অন্যের ভালোবাসা, শ্রম বা আলোয় বেঁচে থাকে কিন্তু নিজে কিছু সৃষ্টি করে না। কবিতার প্রতিটি স্তবক এই ধারণাকে বিস্তৃত করে স্বাধীন আত্মপরিচয় ও আত্মনির্ভরতার বিপরীতে দাঁড় করিয়েছে, ফলে বিষয় ও ভাষার মধ্যে গভীর সামঞ্জস্য বজায় রয়েছে।
৩১ মে - ২০২৫
গল্প/কবিতা:
৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ আগষ্ট,২০২৫