কষ্টের ফেরিওয়ালা

কষ্ট (জুন ২০১১)

দেবব্রত দত্ত
  • ১৯
  • 0
  • ২৩
হারিয়ে গিয়েছি আমি, মিথ্যার রাজ্যে
কিছু মিথ্যা কথার ভিড়ে,
যেখানে সত্য বলে কিছু নেই
ধূসর আকাশে রূপালি সূর্য
কোথাও কোমল, কোথাও তীব্র।

চারিদিকে সূর্যের খোজে কোলাহল
সূর্য কোথায়, সূর্য কোথায়?
মৃত্যু বাড়ছে, তীব্র কষ্টে ধূসর আকাশ।
কান্নার শব্দে ভারী আলো
সূর্য খোঁজ, বাঁচতে হলে সূর্য চাই।
কান পেতে শুনি অট্টহাসি
চেয়ে দেখি লালচে আভার শরীর
হাসতে হাসতে ভাসছে সুখের বন্যায়।
ফেরিওয়ালা, কষ্টের ফেরিওয়ালা!

চারদিকে জড় হল মানুষ,
সিংহ মস্তকের একজন বলে উঠল-
“ওর মুখের ভেতর, সূর্যটা ওর মুখে”
তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়ে কোলাহল
বুক চিড়ে আনে স্পন্দিত হৃদয়।
তবুও রইল না সূর্যের শেষ বিন্দু,
হাজার বছরে ফেরি করা কষ্ট
যা ছিল সূর্যসম, জমা ছিল হৃদয়ে,
কষ্ট কমাতে সূর্য-কষ্ট দু'ই ফুরালো তাই,
মৃত্যু হল তার, মৃত্যু হল সকল সুখের।

শুধু মৃত্যু, ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ।
কষ্টের তীব্রতার বদলে যাচ্ছে মানুষ
শরীরের কিছু অংশ নিচ্ছে পশুর রূপ।
তারই মাঝে কোলাহল, নতুন জন্ম।।
শুরু হল ব্যস্ততা, সূর্য জন্ম লগ্ন
কোটি-বর্ষী মানব মুখি কচ্ছপ
স্বর্ণ দণ্ড হাতে দৃঢ় ঘোষণা-
'লাল রক্তের সুখী মানুষ চাই
তার হৃদয় রক্তে পূর্ণ কর সূর্য থালা
রুপালী সূর্য লাল হবে, শুষে নিবে কষ্ট।'

কিছুই বুঝার আগে, কষ্ট রূপ দর্শন,
কালো লম্বা চুলে ঢাকা নগ্ন বক্ষ
কাপড় নয়, অলঙ্কারে ঢাকা লজ্জা
রমণীয়তা পরিপূর্ণ যৌনতার স্পন্দন।
সূর্য থালা হাতে সামনে দাড়িয়ে
করুন সুরে আকুল আবেদন-
'হে, লাল রক্ত সুখী মানব-
আমি রক্ত চাই না, প্রেম চাই,
ভালবাসা চাই, আমাকে প্রেম দাও।'
সকলের কণ্ঠে- 'পূর্ণ হোক, পূর্ণ হোক।'

দুর্বল, লোভী ও কামুক আমার মন
বিনা বিচার করল নিজের সর্বনাশ।
হৃদয় ছেদিয়া বেরুল উষ্ণ রক্ত ধারা,
পূর্ণ হল রমণীর কামনা,
লাল রক্তে ভরে উঠে সূর্য থালা
প্রেম ক্ষরণে আমি অজ্ঞান।

জ্ঞান ফিরে দেখি আকাশে লাল সূর্য,
বিকৃত মানুষ গুলোর নতুন বিকৃতি-
কিছু সুখী পশুতে, আর কিছু পূর্ণ মানবে।
আর আমি.. শরীরে বেগুনী রক্ত নিয়ে,
চোখের লাল মনি নিয়ে, শুষে যাব কষ্ট।
আমি নতুন ফেরিওয়ালা, কষ্টের ফেরিওয়ালা।

হাজার বছর ধরে সকলের কষ্ট জমাব হৃদয়ে,
সূর্যসম কষ্ট নিয়ে পান করব সূর্য থালা,
আমারই রক্তে গড়া সূর্য আমার মুখে,
হৃদয় ছিঁড়ে অপঘাতে মৃত্যু হবে আমার,
জন্ম হবে নতুন ফেরিওয়ালা।
মিথ্যার রাজ্যে সত্য ফেরিওয়ালা,
কষ্টের ফেরিওয়ালা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
উপকুল দেহলভি কান্নার শব্দে ভারী আলো= আলো=বাতাস হলে ভালো হত না? কবিতাটি খুব সুন্দর, আমার অসাধারণ রকমের ভালো লাগলো; আমার এদিকে একবার ঘুরে যাবার আমন্ত্রণ রইলো. সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
এস, এম, ফজলুল হাসান কবিতাটি একটি সুন্দর কবিতার মতই , খুব ভালো লাগলো কবিতাটি , ধন্যবাদ
সূর্য শব্দচয়ন এবং বাক্যগঠন সুন্দর-তবে অন্তর্নিহিত অর্থ দাঁড় করাতে অনেক ভাবলাম------------------
মামুন ম. আজিজ সুন্দর সুন্দর বাক্যে অনেক কথা বলে যাওয়া হলো এক কবিতায়। একবার পড়ে সব তার পাঠোদ্ধার হলো না। আরও কয়েকবার পড়ার মত কবিতা। হযতো পড়ে পড়েতও পাড়ি আবার। নান্দনিক কবিতা এটা।
মোঃ আক্তারুজ্জামান খুব ভালো লিখেছেন| ভালো কবিতাগুলি সবারই পড়া উচিত|
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) আপনার কষ্টের কিছু অংশ আমিও নিলাম । ভাল হয়েছে। ধন্যবাদ।
খোরশেদুল আলম হৃদয় ছিঁড়ে অপঘাতে মৃত্যু হবে আমার,/জন্ম হবে নতুন ফেরিওয়ালা।/মিথ্যার রাজ্যে সত্য ফেরিওয়ালা,/কষ্টের ফেরিওয়ালা।// আপনার শেষ চারটি লাইনে সত্যের ছাপ, খুবভালোহয়েছে।
অদিতি ধূসর আকাশে (রূপালি সূর্য) এই উপমাকি যুক্তিযুক্ত? এখানে সূর্য বলতে কি বুঝাতে চেয়েছ সঠিক ধারণা পাইনি..............☻
Shopnarani অসাধারণ একটি কবিতা।

২০ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪