বর্ষার অভিমান

অভিমান (এপ্রিল ২০২৪)

ডায়মান্ডা সান
  • ২৪
  • 0
  • ৬১
যখনি বর্ষা আসতো,

তুমি দূরত্ব নামক শব্দকে হারিয়ে ছুটে আসতে।
তুমি ভেজা শরীরের ঠান্ডা স্পর্শ দিতে।
তোমার এলোমেলো চুলে বৃষ্টির পানি,
মনে হতো সজীব মুক্ত কণা।
সেই মনে এখন শুধুই ঘৃণা।
দূরত্ব অনেক, অনেক অভিমান।
হয়তো বিরহের নিকৃষ্ট প্রতিদান।
ছেড়ে দিয়েছি, ভুলে যায়নি,
শুধুমাত্র ফিরে আসবে বলে।
এই বর্ষা যাচ্ছে চলে।
তোমার জন্য রেখে দেওয়া আমার মনের জমিন,
দেয়নি কাউকে। অগোছালো।
তবুও, তোমার ফিরে আসার প্রদীপ জ্বলে।

চলে আসবে তো একদিন অভিমান ভুলে।
ভিজব সেদিন আবার সেই বর্ষার জলে।

তুমি হীনা এক আপনি পেয়েছি,

একা থেকে কত স্বপ্ন দেখেছি।
আমায় পায়নি খুঁজে।
তোমার মমতা বাঁধিয়া রেখেছি স্মৃতির ভাঁজে ভাঁজে।
অভিমান ভুলে, একদিন তুমি আসবে আবার ভালোবাসবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সানাউল বারি সাধু আর চলিতের মিশ্রণ না করলে আরও অনেক সুন্দর হইত।
সাফি আপনি করলেন অভিমানীর আদর আর আমরা করি আপনার গুণের কদর।সুন্দর লিখেছেন কবি।বর্ষা আসতে তো দেরি নেই খুব একটা,আশা করি বর্ষার আগমনে তার অভিমান অন্তিমতায় পৌছে যাবে।শুভ কামনা রইলো।
সাদিক হাসান 'গুরুচণ্ডালী দোষ' - সাধু ও চলিত ভাষার ত্রুটিপূর্ণ মিশ্রণ!
মোঃ মাইদুল সরকার একা থেকে কত স্বপ্ন দেখেছি। আমায় পায়নি খুঁজে। তোমার মমতা বাঁধিয়া রেখেছি স্মৃতির ভাঁজে ভাঁজে। অভিমান ভুলে, একদিন তুমি আসবে আবার ভালোবাসবে। বেশ সুন্দর শেষ চরণগুলো। তবে সাধু চলিত মৃশ্রণ কবিতাটাকে অসুন্দর করেছে।
রবিউল ইসলাম মেডাম আপনার লেখাগুলি সুন্দর।
Tiasa Kabir খুব একটা ভালো লাগাতে পারলাম না। মনের তৃপ্ততা পেয়ে ওঠা হলো না। তবে ধন্যবাদ এবং শুভ কামনা রইলো এই অনবদ্য সৃষ্টির জন্যে।
ডায়মান্ডা সান অভিমান টা না হয় ধ্বংসাত্মক ভাবেই চিন্তা করেন।
তাহলে তো সেটি আর অভিমান থাকল না কবি...
বিষণ্ন সুমন ওরে বাপ কি অসাধারণ লিখলেন কবি। সাধু-চলিত’র মিশ্রণে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়ে দিলেন (তোমার মমতা বাঁধিয়া রেখেছি স্মৃতির ভাঁজে ভাঁজে)। অবশ্য নিয়ম ভাঙ্গা তারই সাজে, যে নিয়ম গড়তে জানে। যেহেতু আমি কবি না তাই ধরতে পারছি ঠিক কোন ছন্দে (স্বরবৃত্ত/মাত্রাবৃত্ত/অক্ষরবৃত্ত) কবিতাটি লিখলেন। যদি এই নাদানকে একটু শেখাতেন ।
অবশ্য বোকার স্বর্গে যে মূর্খামি করে তাকে বোকা নয় মূর্খ বলাটাই সংগত হবে। কবিতা শুধুমাত্র স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষবৃত্ত হয় না। কাল্পনিক, গদ্য সূলভ,কাহীনি কবিতা, সনেট, ইত্যাদি হয়। আর মিষ্টার সুমন আরো ভালো ভাবে শুনুন সাধু-চলিতের মিশ্রনে প্রবন্ধ,পত্র ও উত্তরে দূষন ঘটে। তাও সেগুলি ভুল বলার সাহসা কেউ করতে পারে না। কবিতা হয় ছন্দে, পদ্যে ও ভাববার্থে যার স্তবক ও সূচন কবি নির্ভতার শ্রেষ্ঠ প্রয়োগে নির্ভর করে। আপনার কবিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। আর,তিল কে তাল বানানোর স্বভাব বদলান। আমি বাংলা নিয়ে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে এটা গর্ব আমার।
চালিয়ে যান গুরু। আপনার উপর নির্ভর করছে আমাদের বাংলা সাহিত্যের ভবিষ্যত। আসলে আপনাকেই খোঁজছে বাংলাদেশ। আপনার মত শ্রেষ্ঠ জ্ঞানিরই এখন প্রয়োজন। আমরা মুখ্য সুখ্য মানুষ। আমাদের কিবা সাধ্য আপনাকে চিনতে পারি। আর আগেই বলেছি আমি আপনার মত কবি নই। কোনদিন হতেও পারবো না। হতে চাইও না। কেননা, নিজেকে শ্রেষ্ঠ দাবী করার মত দু”সাহস আমার কোনদিন হবেনা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

তুমি দূরত্ব নামক শব্দকে হারিয়ে ছুটে আসতে। তুমি ভেজা শরীরের ঠান্ডা স্পর্শ দিতে।

২৯ নভেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪