নূতন ভোরের সন্ধানে

একটি নতুন সূর্য (ডিসেম্বর ২০২৩)

Rashmita Das
  • 0
  • ৬৮
খেলনাবাটি সাজিয়ে বসে
আপন আঙিনাতে,
ঝেঁটিয়ে ধূলা করছ বিদায়
তোমার নিপুণ হাতে।

দুহাত ভরা যত্ন ঢালো
সবার ক্ষুধায় নিত্য,
ভাষা তোমার শব্দ তোমার
বেষ্টনীর নিমিত্ত।

হৃদস্পন্দনে জমছে কত
ঘূণ, ও ধূলার রাশি,
তোমার একার উঠোন যে রয়
অপরিচ্ছন্ন,বাসি।

মুক্ত বাতাস অধরা রয়,
পচন ধরে প্রাণে
তুচ্ছ হিংসা,কূটকাচালি
জলসা জমায় মনে।

আজকে যে রয় নীরব বধূ
কালকে সে দজ্জাল,
শব্দ কথন পায়নি বাতাস।
আজ তো সে বেসামাল।

আক্রোশ,অতৃপ্তির বোঝা
মনের গুমোট বাতাস,
পুত্রবধূর জীবনে ঢেলে
খুঁজছো একটু আকাশ।

বন্ধ দ্বারে শিকল পায়ে
দুপক্ষ যুযুধান,
প্রজন্মের পর প্রজন্ম বয়।
চিত্র আবহমান...

এরূপ বাতাবরণে গড়ে
আগামীর কান্ডারি
জাতির গতি শ্লথ রয়ে যায়।
অদৃশ্য মহামারী।

ঠেকাও আজি দশভুজা নারী
এবার খোলো আঁখি,
কর্মে তোলো বজ্রনিনাদ।
পথ যে অনেক বাকি।

শব্দে জাগাও প্রতিধ্বনি,
বাতাসে মেলাও শ্বাস,
নিজের জন্য নাও কুড়িয়ে
এক টুকরো আকাশ।

সেই আকাশে স্বর্ণাক্ষরে
লেখো তোমার মান,
পরনির্ভরতায় হানো কুঠার
জাগিয়ে নূতন গান।

তোমার শব্দে তোমার কথায়
তুমিই দাও প্রতিষ্ঠা,
তোমার আকাশে সাজাও গৃহ
জাগিয়ে মান ও নিষ্ঠা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জলধারা মোহনা ছন্দে ছন্দে মুগ্ধ কবিতা.. দারুণ লিখেছেন।
ফয়জুল মহী চমৎকার লিখেছেন কবি খুব ভালো বলেছেন।
Faisal Bipu সেই আকাশে স্বর্ণাক্ষরে লেখো তোমার মান,

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

একটি নতুন সূর্য এক নতুন ভোর,নব সূচনার আলো বুকে নিয়ে উদয় হয়।জীবনের যাবতীয় অন্ধকার ও অন্ধকূপের যাবতীয় বর্জ্য ধ্যানধারণাকে পিছনে ফেলে নতুন ও প্রাণোচ্ছল জীবনের পথে পা রাখার দিকনির্দেশ করে এই কবিতা যা নতুন সূচনা অর্থাৎ নতুন এক ভোরের সূত্রপাতের জন্য কাঙ্খিত।এই কবিতায় কাঙ্খিত তাই একটি নতুন ভোর,"একটি নতুন সূর্য। "

০১ নভেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪