তোমার আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে উড়তে চেয়েছিলাম-
তুমি আমার ডানা ছেটে দিলে!
দিগন্তহীন আকাশ নয়, আমার জন্যে তুমি হয়ে গেলে সংকীর্ণ চাঁদোয়া।
তোমার চেয়ে ভালো রেজাল্ট, ভালো চাকুরি-
সব পেছনে ফেলে বদলে নিলাম পেশা- গৃহিণী!
তবু তুমি কথায় কথায় বলো 'আমার সংসার';
এই চার দেয়ালের সংসারটা 'আমাদের' হয়ে উঠল না!
তুমি জীবন গোছাও, আমি গোছাই 'তোমার' সংসার।
হ্যাঁ স্বীকৃতি দাও কখনো সখনো।
তোমার সাফল্যের মঞ্চ আমি অলংকৃত করি;
তুমি সসম্ভ্রমে আমাকে পরিচয় করিয়ে দাও- তোমার সব সাফল্যের নেপথ্যনায়ক!
আমি শুনি, আর বোকার মতো ভাবি-
বাহ, তোমার সাফল্যের পেছনে আমার এত অবদান!
তুমি আকাশে তোলো, আবার তুমিই নামিয়ে আনো মাটিতে!
মঞ্চ থেকে সংসারে ফিরি;
তুমি প্রতিটা পদে পদে বুঝিয়ে দাও ওসব ফর্মাল কথা, কেতা!
আমি হাপিয়ে উঠি তোমার কপটতা দেখে।
বাংলা ভাষায় আমার শব্দভাণ্ডার খুব একটা সমৃদ্ধ না। ভালো ভালো কবিতায় শব্দ নিয়ে যেভাবে খেলা করতে দেখি তা আমার আসে না। তাই সহজ ভাষাতেই লিখি। আপনার মতো প্রতিষ্ঠিত কবি যখন এর তারিফ করেন তখন মনে অনির্বচনীয় আনন্দানুভূতি হয় বৈকি!
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সংসারজীবনে সম্মান মমতা যত্ন না থাকলে তা আর সংসার থাকে না, পরিণত হয় কারাগারে।
৩০ সেপ্টেম্বর - ২০২৩
গল্প/কবিতা:
৩৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।