উত্তরপুরুষের আগমনে

অভিমান (এপ্রিল ২০২৪)

মাহাবুব হাসান
  • ১৪
  • ৮৩
এরপরও বহুদিন ওরা একসাথে ছিল-
এক ছাদের তলে,
এক বিছানায়।
এক চাদরের নিচে
উষ্ণতার ছোঁয়াবঞ্চিত নিরেট দুটো বরফখণ্ড ছড়িয়ে দুদিকে;
মাঝখানে লুটোপুটি খায় একরাশ মৌনতা।

এভাবে এক ছাদের নিচে কাটল অনেকগুলো দিন…
অতঃপর ভিন্ন ছাদের নিচে।
ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে ক্লান্ত দুটো হাত;
ফিরে আসতে আসতেও ফিরে যাওয়া দ্বিধাগ্রস্ত দু’চরণ।
বহুদিন ছাদের মচমচে পাতা পায়ে ভাঙে নি কেউ,
কানে গোঁজে নি আলতা-রঙা জবা;
পাতে তুলে দেয় নি ইলিশের ঝোল।
দুপুরের খরতাপে পোড়া ঝুলন্ত অর্কিড
অপরাহ্নে পায় নি শীতল জলের প্রলেপ।

কত জোয়ার-ভাঁটা, কত অমাবস্যা-পূর্ণিমা, কত ভাঙাগড়া-
মৌনতার চাদরে রিফুটুকু লাগে নি!
দিনকে দিন পোক্ত হয়েছে অভিমানের নিরেট দেয়াল-
দুই প্রাণ তাতে মাথা কুটে মরে।

কোনো এক বর্ষণমুখর দিনে
পয়গাম আসে মেঘের খামে ভিজে-
একের ভেতরে আরেকজন, এক ক্ষুদে মৌনী
অন্ধকার প্রকোষ্ঠে আলোর অপেক্ষায় করছে দিন গুজার।

পয়গাম না, এ তো জাদু!
যার উত্তাপে গলে যায় হৃদয়ের জমাট বরফ।

অতঃপর আরেক শীতে-
এক ছাদের তলে,
এক বিছানায়।
এক চাদরের নিচে
ওম খুঁজে পায় শান্ত দুটো প্রাণ।
মাঝখানে লুটোপুটি খায় সাঁকো-জোড়া উত্তরপুরুষ...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed উত্তরপুরুষের আগমনে পূর্বপুরুষের চাদর উষ্ণ হোক। জয় হোক!
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০২৪
মন্তব্যের জন্যে ধন্যবাদ
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০২৪
ফারুক হাসান উত্তরপুরুষে অভিমান কোথায়?
উত্তরপুরুষ তো বাচ্চাশিশু, তার অভিমান হবে কীভাবে? অভিমান ছিল তার বাবা-মায়ের; বাচ্চাটি এসে সেই অভিমান মোচন করে দিয়েছে।
সাবিক অত্য নান্দনিক ছিল,ভালো লেগেছে
কমেন্টের জন্যে ধন্যবাদ। কবিতাটা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
মোঃ মাইদুল সরকার অভিমান নিয়ে দুটো মানুষের বহমান জীবনে ঘটে চলা ছোট ছোট অনুভূতির কথামালা যেন কবিতাটাকে জীবন্ত করে তুলেছে।
ধন্যবাদ মাইদুল ভাই
রবিউল ইসলাম দুটি মানুষের মধ্যে ভালোবাসা, অভিমান,আর কবিতা এমন ভাবে বর্ননা করেছেন মনে হচ্ছে চোখের সামনে ভাসছে। পা দিয়ে পিষানো মরা পাতার শব্দ। তবে একটা জিনিস ভালো লেগেছে, প্রথমে বলেছেন,মাঝখানে লুটোপুটি খায় একরাশ মৌনতা। এখানে অভিযোগ। আর শেষের লাইনে লিখেছেন , মাঝখানে লুটোপুটি খায় সাঁকো-জোড়া উত্তরপুরুষ...এখানে ভালোবাসা। ভারী সুন্দর ভাবে বর্ননা করেছেন।
আপনি পর্যবেক্ষণী আলোয় কবিতাটি পড়েছেন এবং খুব গুছিয়ে অভিমত ব্যক্ত করেছেন। ভালো লাগল। ধন্যবাদ।
Sunil Akash কবিতার মধ্যে সুন্দর একটা গল্প লুকিয়ে আছে। ভাল লেগেছে।
খুব মনযোগ দিয়ে পড়েছেন বোঝা যাচ্ছে! ধন্যবাদ
ফয়জুল মহী অসাধারণ অনুভূতির নান্দনিক উপস্থাপন কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতাটা আসলে এক দম্পতির অভিমান পর্ব এবং অভিমান ভাঙ্গার গল্পকথা।

৩০ সেপ্টেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫