শীতের বুড়ি

শীতের সকাল (জানুয়ারী ২০২৪)

মাহাবুব হাসান
  • ১৩
  • ১৯৬
শীতের বুড়ি সফেদ ঘন কুয়াশা-চাদর গায়,
অঘ্রাণ মাস যায় পেরিয়ে, এবার তো তুই আয়!
খেজুর রসে ঘ্রাণ ছড়িয়ে পিঠেপুলির ধুম;
লেপ-তোষকের উষ্ণ কোলে রাত্রীবেলায় ঘুম।
ঘাসের ডগায়, সর্ষে ফুলে শিশিরকণা ভাসে;
উঠোন ভরা শস্য দেখে কিষান বধু হাসে।
খাল বিলেতে সেঁচে পানি ছেলে-বুড়োর দল
হরেক রকম মাছ শিকারে জুড়ছে কোলাহল।
মাছ শিকারে পদ্মবিলে নামল কানি বক,
বর্শি-মাছে ফাঁদ পেতেছে গাঁয়ের কোনো ঠক।
রাত্রীবেলায় ওই শোনা যায় পুঁথি পাঠের সুর।
ঘোর কুয়াশায় সারেং ব্যাকুল- পথটা কত দূর?
মৌমাছি দল মধুর খোঁজে ফুলে ফুলে ওড়ে,
হরেক পাখির কলতানে ঘুম ভেঙে যায় ভোরে।
শীতের সকাল হিমেল হাওয়া কাঁপন দিয়ে গায়-
শীতের বুড়ি আয়রে নেমে, পৌষ গড়িয়ে যায়!

খুকির কথা শুনে বুড়ি ফোকলা দাঁতে হাসে;
আসব নে খন- বলেই বুড়ি খকখকিয়ে কাশে।
তোদের কাছে শীতটা মানে রস আর পিঠেপুলি-
শীতের কাপড় নেইকো যাদের- তাদের গেছিস ভুলি!
শীতের হাওয়া কামড় বসায় ওদের মলিন গায়,
রোগে-ভোগে-জ্বরে-জাড়ে প্রাণ বাঁচানো দায়!
বর্ণ হারায় বঙ্গমাতা, মলিন চতুর্দিক
শুকনো বিরান বিমর্ষতা, লাগছে না সব ঠিক।
পিঠেপুলির নেমন্তন্ন এইবারেতে থাক,
ঋতু ভুলে আসব নাহয়, আর ক'টা দিন যাক!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhsin Ahmed শীতের বুড়ির যাদের শীতের কাপড় নাই তাদের প্রতি দরদটা খুব ভালো লেগেছে।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০২৪
শীতের পর্যাপ্ত কাপড় নেই যাদের তাদের জীবনটা সত্যিই খুব মানবেতর। কাল রাতে ঢাকার রাস্তায় কয়েকজনকে ঘুমানোর প্রস্তুতি নিতে দেখে নিজেকে নতুন করে ভাগ্যবান মনে হলো আবারো। সারাটা রাত তারা কীভাবে যে পার করে! আবারো অনুভব হলো আল্লাহ আমাকে এবং আমাদেরকে অনেক ভালো রেখেছেন।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০২৪
রবিউল ইসলাম ভাইয়া দারুন লিখেছেন। শীতের অপেক্ষা আর শীতের সমস্ত পয়েন্ট বর্ননা করেছেন।ভীষণ সুন্দর লিখেছেন মাহবুব ভাইয়া।
ভালো লাগেনি ৯ জানুয়ারী, ২০২৪
মন্তব্যের জন্যে আন্তরিক ধন্যবাদ ভাই
ভালো লাগেনি ৯ জানুয়ারী, ২০২৪
ফয়জুল মহী ভীষণ সুন্দর লিখেছেন প্রিয় শুভেচ্ছা শতত শুভ কামনা রইলো
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০২৪
অনেক অনেক ধন্যবাদ ভাই
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০২৪
Faisal Bipu অসাধারণ বললে কম হবে ভাই। আহ মি ছন্দ। এই মাসের কবিতা গুলো পড়ে নিজের কবিতা অতী সস্তা লাগছে
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২৪
thanks for your complements. But... নিজের সন্তান যেমন 'ছোট' হয় না, তেমনি নিজের সৃষ্টিকর্মকেও (যেটাতে আবেগ আর মমতা আছে) সস্তা ভাবতে নেই।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২৪
Sunil Akash ছন্দগুলো অপূর্ব
জলধারা মোহনা ছন্দের কি অপূর্ব ব্যবহার.. খুব সুন্দর হয়েছে কবিতাটা। বহুদিন পর ফিরে এসে চেনা প্লাটফর্ম এ গল্প কবিতা পড়তে ভীষণ আনন্দ লাগছে।
ভালো লাগেনি ১ জানুয়ারী, ২০২৪
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো লাগেনি ১ জানুয়ারী, ২০২৪

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

শীতকাল কারো জন্যে পিঠেপুলি উৎসব, কারো জন্যে অভাবিত যন্ত্রণার কারক। কী হয় যদি দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা ভেবে এবার শীত একটু দেরিতে আসে?

৩০ সেপ্টেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪