বন্ধু আমি

বন্ধুত্ব নাকি ছলনা (নভেম্বর ২০২৩)

মাহাবুব হাসান
  • ৫৬
বন্ধু আমার কতই আপন
জীবন-মরণ সাথী;
বর্ষাকালের বর্ষাতি আর
গ্রীষ্মকালের ছাতি!

বেশ তো আছি এই যে মোরা
দুজন মিলে মিশে।
বন্ধু যদি পাশে থাকে
চিন্তা তবে কীসে!

বন্ধু-ই ভাই, বন্ধু-ই বোন
বন্ধু আপনজন;
হাতটি ধরে পাশে থাকা
সারাটি জীবন।

বন্ধু হাসি, কান্নাও সে;
বন্ধুই সুখ দুখ।
বন্ধু সজল চক্ষুজুগল,
বন্ধু হাসিমুখ।

বন্ধু! কী চাস? মুখ ফুটে বল!
পাস নে কো ভয়ডর;
তোর লাগি সব আনবো ছিনে
একটু সবুর কর!

সবই দিলাম উজাড় করে
বন্ধু রে তোর তরে,
তোর ঘরেতে আলোক জ্বালি;
আঁধার নিজের ঘরে।

শপথ আমার সুখে দুখে
বন্ধুরে তোর পাশে
থাকব সদা যত-ই যা
বিপদ আপদ আসে।

কিন্তু এ কী! বিপদে মোর
বন্ধুয়া নেই পাশে!
আমার রোনাজারি শুনে
সবাই অট্টহাসেঃ

“বন্ধু তো নয়, দুধের মাছি
সুখের সময় আসে!
সুখের পায়রা সুখ ফুরোলে
উড়াল দে’ আকাশে!

বুঝতে কভুই পারো নি, তার
বন্ধুতা নয়, ছল!
যা ছিল, তার সব হারালে-
নিজ বোকামির ফল!”

যে যাই বলুক- বন্ধুর আমার
সবই ছিল ছল!
আমার চোখে বন্ধু ‘হিরো’
নয়ত কভু খল।

বন্ধু সেজে ছলনা তো
ঠক লোকেরে সাজে!
ঠক কভু নই, বন্ধু আমি,
অনড় আমার কাজে।

ছলনাময় স্বভাবে সে,
নিখাদ বন্ধু আমি-
এই পরিচয় আমার কাছে
অনেক বেশি দামী।

প্রতিদানের প্রত্যাশাহীন
দিতে যে জন পারে,
সুহৃদ সুজন সখা কিবা
বন্ধু বলে তারে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অথই মিষ্টি মন্দ নহে , অপূর্ব বটে ...
ছন্দোময় মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ
Muhsin Ahmed "সবই দিলাম উজাড় করে বন্ধুরে তোর তরে, তোর ঘরেতে আলোক জ্বালি আঁধার নিজের ঘরে।" দারুণ!
মন্তব্যের জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
ফয়জুল মহী চমৎকার প্রকাশ মুগ্ধ হয়ে গেলাম।
অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্যে আপনাকেও ধন্যবাদ ভাই।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বন্ধুবেশে ছলনা করে- এমন মানুষের মুখোমুখি আমরা জীবনে কখনো না কখনো হই। বন্ধুর জন্যে নিজেকে উৎসর্গ করার বিপরীতে জোটে শুধুই ছলনা। আমি কবিতায় এই বিষয়টিই তুলে ধরেছি। সেই সাথে এও বলতে চেয়েছি যে, ছলনাময়/ছলনাময়ীর কাজ ছলনা করা, কিন্তু যখন কেউ নিজেকে কারো বন্ধু বলে দাবি করে তো তার কাজ হবে ছলনাময় বন্ধুর কাজ বা আচরণ দ্বারা প্রভাবিত না হয়ে বন্ধু হিসেবে নিজের কাজটিই করা। ছলনার বিপরীতে সত্যিকার বন্ধুর আচরণ এটাই।

৩০ সেপ্টেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ২১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪