পিতা

বাবা (জুন ২০২৩)

Tridipa Ghosh
  • ৪৩
গম্ভীর রজনী কাটিয়ে
আঁখিযুগল খুলিবা মাত্র চকিত হইলাম ; দেখিলাম বিশাল এক বটবৃক্ষ তলে
শয্যারত আমি একাকি ।
ভীত প্রাণে বিধাতারে শুধাই
এ জগতে কি মোর আপন কেহ নাই ?
বিধাতা হৃদকমলে বসিয়া হাসিতে লাগিল ,
বোধ করি প্রশ্নখানি অহেতুক ছিল ।
আপন মনের শঙ্কা ভুলি
চাহিলাম বৃক্ষপানে ,
বিশাল আকার বৃক্ষ সে যে
কল্পতরু ডাকনামে ।

যত বাড়ে বয়স নিজ ;
বুঝি বৃক্ষসম নাই তো কেহ ,
যাহা চাই তাহা পাই
সুখের কোন অন্ত নাই ,
কোন সেই পুণ্য বলে
বটবৃক্ষের ছায়া পরে ,
এ প্রশ্নের উত্তর কদাচিৎ নাহি পাই ।
অভিমানে বটবৃক্ষরে কটাক্ষ করি ,
কেন এতো কঠোর সে ; অভিযোগে শুধাই
ফোটাও না কেন রজনীগন্ধা কিংবা সন্ধ্যামালতী বেলা ফুরোলে?

বিশাল সে বৃক্ষ কহে অট্টহাসি হেসে ,
“ওরে তুই বিনা সুখের কথা আমি ভাবি কেমনে ?”
তাঁহার এ ভারী শব্দ বুঝিতে না পারি ,
দৃষ্টতাপূর্বক ছায়া ছাড়িলাম ,
পরিচয় ধরিলাম স্বাবলম্বী গৃহত্যাজী ।
পথে পথে হেরি সুখের লাগি
রৌদ্রতাপে পুড়িয়া আজ শান্তিটুকু মাগি ।

সাফল্য না চাহি আর
আপন ভূমিতে ফিরি ,
ফিরিয়া দেখি কল্পতরু বট বৃক্ষের
অস্তিত্ব গেছে ঝরি ।
খুঁজিয়া খুঁজিয়া যবে ক্লান্ত পদখানি
মনে পড়িয়া যায় কঠোর কোল খানি ,
যে কোলের দীপ্তি ছিল সূর্যসমান
যাঁহার প্রতিটি শাখা ছিল স্নেহের বাহুখান ।
দিবা রজনী জাগিয়া সেবা করে গেলো
দিনশেষে একাকিই সে মরিল ।
হুঁশ ফিরিয়া ক্রন্দন করিতে লাগি
বুঝিলাম বৃথা এ অশ্রু ; অস্তমিত যে সে রবি।

আকাশ বাতাসে ধ্বনিত হয়
বিধাতার শাসন বাণী ,
কর্কষ স্বরে শোনায় মোরে
বৃক্ষের প্রয়োজনখানি ।
বিভু কহেন “বৃক্ষ যবে সৃজন করি ,
একটি বৃক্ষ চরণধূলি মাখে ,
নিকটে আসিয়া অনুরোধ করে
মোর সন্তান যেন দুধেভাতে থাকে ।
সে বৃক্ষের বৈশিষ্ট্য বটবৃক্ষ সমান ভাই ,
সর্বশেষে নাম দিয়াছি পিতা তাঁহার তাই ।"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী বিশাল সে বৃক্ষ কহে অট্টহাসি হেসে , “ওরে তুই বিনা সুখের কথা আমি ভাবি কেমনে ?” অনেক শুভ কামনা রইল ভাই।
ফয়জুল মহী মাধুর্য‍পূর্ণ শব্দের বুননে প্রখর কাব‍্যিক চেতনায় সুদক্ষ মসির আঁচড়ে বিনির্মাণ করেছেন পাঠক নন্দিত, প্রাণবন্ত ও সুখপাঠ‍্য কাব‍্যকথন। লেখনীর অবয়ব জুড়ে শুধু মুগ্ধতা আর মুগ্ধতা।
আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই । আপনার এই মন্তব্য আমার ভবিষ্যৎ জীবনের জন্য এক বিশাল অনুপ্রেরণা । কৃতজ্ঞতা একরাশ প্রিয় পাঠক ।
বিষণ্ন সুমন কবিতাটির গঠনশৈলী আমাকে অতীতে নিয়ে গেল। বেশ লিখেন আপনি।
ধন্যবাদ আপনাকে । দোয়া রাখবেন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যে কিনা বটবৃক্ষের মতো আমাদের আগলে রাখে সেই তো পিতা । সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি এই বাবা নামক ব্যক্তিটি।

০২ জানুয়ারী - ২০২৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪