প্রত্যাশা ছিলো অনেক

প্রত্যাশা (আগষ্ট ২০২২)

S.M. Asadur Rahman
  • 0
  • ৬৯
ধর্ম কর্ম কম করি বলে কি সেই তালিকায় আমি একা?
জেঠুর বাড়িতে কান্নার শব্দ। বেশ খানিক জটলা আর উঠোনে জেঠুতো বোনের মাটি চাপড়ে কি সেই কান্না। আবেগঘন বেশ প্রলাপ, বাবা কি আমার নাই জীবনে গো, আমি কি বাবা - মা থাকতে এতিম।
দূর হতে দেখে উপায় নেই কি হয়েছে, কাছে গেলেই সবার ই চোখে জল আশার কথা, কিন্তু দেখছি কারো চোখে জল নেই। বিষয় টা অনুধাবন করিতে বেশি সময় ক্ষয় করতে হয় নি।
জেঠুর দুই ছেলে এক মেয়ে মাশাল্লাহ। বড় ব্যাবসায়ী, বিশাল চাউলের আরত, বেশ বনিয়াদি ঘরেই বড় মেয়ের বিয়ে দিয়েছেন। সেই ঘরে জেঠুর এক নাতি ও এক নাতিনী আছে। জেঠু যখন জমি বিক্রয় করলো তার বেশ কিছুদিন পরেই বড় আপা মানে জেঠুর বড় মেয়ে কে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন। আর ছেলেদের মাত্র পঞ্চাশ হাজার করে। বাড়ির জায়গা টা শুধু অবশিষ্ট ছিল। পৈত্রিক ভিটা ত রক্ষা করতে হয়। তাই দুই ছেলেকে সমান ভাগে বাড়ির অংশ টুকু ভাগ করে দিয়েছেন।
এতক্ষণে মাথায় ধরলো জেঠুর বড় মেয়ে মাটি চাপড়ে কানছে কেন আর কেনই বা কেহ সমবেদনা জানাচ্ছে না।
বাপ দাদার ভিটা বিক্রি করতে নাই, বংশের ইতিহাস - স্মৃতি সব হারিয়ে যায়। তাই জেঠু অন্য জমি বেঁচে পাঁচ লাখ টাকা দিলেও সেই বোনের বাড়ির জায়গার অংশটুকু ও লাগবে।বড় বোনের এই আচরণ ভাইদের মনে ও বিরূপ ধারণা ফেলেছে। জেঠু বলিলো তোকে ত বঞ্চিত করিনাই, তবু বোনের ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠা টা বেশ লোক দেখানো ও সহমর্মিতা পাওয়ার জন্যই মনে হলো। তোমাদের কাছে আমি আর কিছু আশা করিনা। তোমরা আমার কেউ নও আরো কত কি। জেঠু ভাবে এতবছর দিয়ে আসতেছি কত কিছু এসব জলে গেলো নাকি।বড় মেয়ের থেকে ও বাবার প্রত্যাশা অনেক। তবু জেঠু বলে প্রত্যাশা ছিলো এখন এখন আর নেই, ভালো থাকিস রে।
এইভাবেই সম্পদ ও টাকা সমাজে সম্পর্ক দূরে সরে নিয়ে যাচ্ছে যা আমাদের ও প্রত্যাশা নয়৷
টাকা পয়সা, ধন দৌতল তুচ্ছ করে আত্নীয় সম্পর্ক অটুট রাখে তারাই বুদ্ধিমান ও আল্লাহর প্রিয় হতে পারে।
প্রত্যাশা ইহাই -
টাকা পয়সার চেয়ে,
আত্নীয় সম্পর্ক রক্ষা চাই
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার গল্প টি বিষয়ের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। জাতির প্রত্যাশা থাকে নেতাদের কাছে, সেটা ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক বা পারিবারিক সদস্যদের মাঝে হোক।সেটাই তুলে ধরার চেস্টা, প্রত্যাশা ছিলো তবে এখন নেই, এই প্রসঙ্গে আমার গল্প।

০১ জুলাই - ২০২২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪