আবোলতাবোল কষ্ট

বাবা (জুন ২০২২)

তাবাসসুম মেহরি
  • ৪০
কিছু বলতে ইচ্ছে হচ্ছে,
কিন্তু কাকে বলবো?কী করে বলবো?
মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে,
পা চলছে–কিছুটা যেয়েই আবার ক্লান্ত হচ্ছে,
হাত চলছে–তাকে তো চলাতেই হবে,
নইলে ওরা যে অনেক কীছু বলবে!
মায়ের কথা কানে বাজছে-
কিন্তু পুরোপুরি মানছি না।
বাবাকে তখন কাছে চাচ্ছি,কিন্তু পাচ্ছি না।
বাবাকে যখন কাছে পাচ্ছি তখন মাকে ছাড়ছি না।
কী যে হলো কিছুই যেন বুঝতে পারছি না!

বারবার তাকে দেখছি,
সামনে কখনো যাবো না,
যদি যাইও তবে চুপ মেরে রবো কিছু যায় আসে না,
নাকি আবার আসে?বুঝি না।

সূর্যাস্ত এত সুন্দর হলো কবে কেউ বললো না,
হঠাৎ একদিন মনে হলো,
ও বেশি সুন্দর আমি কেন হলাম না।
কে যেন সাইকেলে বেল বাজালো,
মনে হলো ধ্যাৎ!
জীবনে তো সাইকেল চালানোই শিখা হলো না।

সুদূরে তাকিয়ে দেখি সবাই রঙিন,
খালি বাকি আছি আমি এক রঙচটা।
কেউ ক্ষণিক রঙ মাখিয়ে চলে যায়,
আর ফিরে আসে না।

দুয়ারে দুয়ারে হাহাকারও দেখি,
শুধু তো দেখতেই থাকলাম,
হাহাকারের বিষয়ও বদলালো,
আমি শুধু হাতবাঁধা।

চারদিকে কত কিছু,
কিছু খেলতে মন চায় না,
আমার যা খেলনা আছে তা দিয়ে তো কেউ খেলে না।

দুঃখ অনেক,সুখও কম না
ওরা পালা করে আসে,
কারা যেন আবার জরিপও করে,
কার কত পাল্লা।হা হা!!

কী বলছি এসব আবোলতাবোল!
কিন্তু এসব আবোলতাবোলই তো মনে হয়।
এসব আবোলতাবোলই তো হয়!
ঠিক হয়,
আবার ভুল হয়,
আবার ঠিক হয়।
এই নে!কাকে বলবো ভাবছিলাম,
সবই তো বলে দিলাম।
ধুর!আমার এই এক জ্বালা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী সুন্দর ও পরিমার্জিত শব্দে মনোহর উপস্থাপন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ।অনুপ্রাণিত হলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

লুকিয়ে রাখা মনের ব্যথাই আমার কবিতার বিষয়।নিজের মনে লুকিয়ে রাখা শব্দগুলো হয় সবচেয়ে আপন।সেগুলো লুকনো থাকে কাউকে বলা যায় না বা বলা হয় না লুকিয়ে থাকে নানা ভাবনা,নানা গল্প,নানা হাহাকার।কাউকে বলতে পারি না বলে তার ভার হয় একটু বেশি আমার কাছে অনেক বেশি।এখন প্রশ্ন। লুকিয়ে রাখা শব্দগুলো কী কষ্ট নয়!

২১ মে - ২০২২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪