রক্তস্নাত একাত্তর

মুক্তিযুদ্ধ (ডিসেম্বর ২০২৫)

Muhammadullah Bin Mostofa
  • 0
  • ৪৪
গভীর রাতের নিস্তব্ধতায় ঢাকা শহরে ঘুমিয়েছিল শান্ত;
হঠাৎ যেন আকাশ ফুঁড়ে বজ্র হানল এক দুর্বৃত্ত প্রান্ত।
পঁচিশে মার্চ, কৃষ্ণকায় এক দীর্ঘ অভিশাপ,
বুলেটের মুখে সহস্র প্রাণ, স্তব্ধ হলো জীবনের আলাপ।
ঘুমন্ত শিশু, নিরস্ত্র ছাত্র, মায়ের কোলের উষ্ণ আশ্রয়—
এক লহমায় সব কেড়ে নিল হানাদারের নির্দয় হৃদয়।
বাংলার মাটি রক্তে ভিজে আর্তনাদ করে উঠলো জোরে,
অন্ধকারে জন্ম নিল মুক্তির মন্ত্র, স্বাধীনতার নতুন ভোরে।

তবুও তো থামেনি সেই কণ্ঠস্বর, যা ছিল বজ্রের মতো তীব্র;
কণ্ঠে যার সাহসের সুর, নাম যার শেখ মুজিবুর।
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!"— মন্ত্রে কাঁপে গ্রাম।
চট্টগ্রামের কালুরঘাট, এক নতুন ইতিহাস রচে,
মেজর জিয়ার কণ্ঠে প্রথম ঘোষণা— স্বাধীনতা বাঁচে।
ঘরে ঘরে তখন বারুদ আর দ্রোহের নীরব সঞ্চার,
কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা— ভেঙে দিল সব অহংকার।

হাতুড়ি, কাস্তে ছেড়ে ধরলো তারা রাইফেল আর গ্রেনেড,
ভয়কে জয় করে ঝাঁপ দিল রণে, ছিঁড়ে ফেললো ঘৃণার ভেদ।
সীমান্তজুড়ে শপথ নিল হাজারো মুক্তিপাগল বীর,
মেলাঘরের ক্যাম্পে তৈরি হলো গেরিলা, ভাঙলো ভীরুতার নীর।
পেছন থেকে আঘাত হানে তারা, শত্রুর বুকে মারে পিন,
ছাপ্পা মেরে বিদ্যুতের বেগে উধাও হয়, আসে আবার অন্য দিন।
শত সহস্র মা-বোনের ইজ্জত হারালো, বুকে নিয়ে কঠিন ক্ষত,
তাদের ত্যাগের সিঁড়ি বেয়ে এল স্বাধীনতা, মহৎ জীবনব্রত।

ডিসেম্বরের শীত, কিন্তু রক্তে তখন আগুন,
গেরিলার তীব্র আক্রমণে শত্রুরা হলো দিকভ্রান্ত ফাগুন।
ঢাকা শহরের চারপাশ থেকে এগিয়ে এলো মুক্তিসেনা দল,
হানাদারের দুর্গ ভাঙল, দেখাল বিজয়ের শুভ ফল।
চূড়ান্ত আত্মসমর্পণ, ঢাকার রেসকোর্স ময়দান,
দীর্ঘ দিনের পরাধীনতা ঘুচল, পেলো জাতি সম্মান।
সূর্যের আলোয় উদ্ভাসিত হলো ১৬ই ডিসেম্বরের সেই ক্ষণ,
বাঙালির মুখে হাসি, আকাশে উড়ল লাল-সবুজ নিশান।

জয় বাংলা ধ্বনিতে মুখরিত আকাশ, যেন এক নতুন জন্ম,
স্বাধীনতা এলো! লক্ষ প্রাণের দামে কেনা এই মহার্ঘ্য কর্ম।
কিন্তু এই হাসি কাঁপা, অশ্রুতে মেশানো শোকের দীর্ঘশ্বাস,
তিন লক্ষ শহীদের রক্ত, যা আজও ভাসে বাংলার আকাশ।
ভুলে যাব না কখনো সেই বীরগাথা, সেই মহাবীর চিত্র।
বাংলাদেশ অমর হোক, হৃদয়ে থাকুক সেই একাত্তর অবিরত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

গভীর রাতের নিস্তব্ধতায় ঢাকা শহরে ঘুমিয়েছিল শান্ত; হঠাৎ যেন আকাশ ফুঁড়ে বজ্র হানল এক দুর্বৃত্ত প্রান্ত।

২৬ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ৩৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী