শেষ ভরসা

হতাশা (অক্টোবর ২০২৫)

Muhammadullah Bin Mostofa
  • 0
  • 0
রাত গভীর হয়ে এসেছে। খোলা জানালা দিয়ে শহরের বাতাসে অদ্ভুত এক শূন্যতা ঢুকে আসছে। রুহান ডেস্কে মাথা রেখে বসে আছে। সামনে অর্ধেক লেখা খাতায় কেবল দাগ, কেটে দেওয়া লাইন আর অগোছালো অক্ষর।

একসময় সে লিখতে ভালোবাসত। কবিতা, গল্প—সবকিছুতেই ভেসে যেত। কিন্তু এখন? প্রতিটা শব্দ তার কাছে বোঝা মনে হয়। মনে হয়, লিখে কোনো লাভ নেই। কেউ পড়ে না, কেউ বোঝে না।

ফোনে সামাজিক মাধ্যম খোলা। চারদিকে মানুষের উচ্ছ্বাস, সেলফি, সাফল্যের গল্প। রুহানের মনে হলো—এ পৃথিবীতে তার কোনো জায়গা নেই। তার ভেতর জমে থাকা অন্ধকার যেন পুরো ঘরকে গ্রাস করে ফেলছে।

হঠাৎ দরজায় কড়া পড়ল। পাশের বাসার ছোট্ট মেয়ে তানহা দাঁড়িয়ে। হাতে একটি ছোট খাতা।
—ভাইয়া, আমি একটা কবিতা লিখেছি। আপনি দেখবেন?
রুহান অবাক। কিছু না বলেই খাতাটা নিল। পাতায় লেখা ছিল কাঁচা হাতে আঁকাবাঁকা কিছু শব্দ—
"যদি আকাশ কালো হয়, তবে কি তারা ফুটবে না?
যদি মন ভেঙে যায়, তবে কি স্বপ্ন আসবে না?"

এই কাঁচা, অপরিণত লাইনগুলো রুহানকে নাড়া দিল। ছোট্ট মেয়েটি তাকে কবি ভেবেই কবিতা লিখে এনেছে। সে বুঝল, তার উপস্থিতি, তার চেষ্টা—অন্তত একজনের কাছে গুরুত্বপূর্ণ।

রাতের অন্ধকারে রুহান প্রথমবারের মতো দীর্ঘশ্বাস ফেলল, তবে সেটা স্বস্তির। মনে হলো, সব শেষ হয়নি। হয়তো হতাশা কেবল একধরনের ছায়া—যা আলো খুঁজে পেলেই সরে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

রাত গভীর হয়ে এসেছে। খোলা জানালা দিয়ে শহরের বাতাসে অদ্ভুত এক শূন্যতা ঢুকে আসছে।

২৬ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ৩৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫