ছোট্ট সেই দিনগুলো হারিয়ে গেছে কোথায়,
পুতুল খেলা, কাগজের নৌকা, স্বপ্ন ভরা হাওয়ায়।
মাটির উপর আঁকা রঙিন স্বপ্নের রেখা,
পৃথিবীর সব সুখ যেনো ছিল তাতে দেখা।
বিকেলের রোদ্দুরে খেলায় মেতে থাকা,
পড়ন্ত বিকেলে মা'র ডাকে ঘরে ফেরা।
স্কুলের পথে মাটির গন্ধ মেখে,
বন্ধুদের সাথে হাসি, গল্প, ঝগড়া-বিবাদ রেখে।
বৃষ্টির ছোঁয়া পেয়ে ভিজে যেত মন,
তখনো জানতাম না সময়ের গতি এমন।
বুকের ভেতর স্বপ্নেরা ছিল কাঁচের মতো,
সবকিছুই লাগত স্বর্গের মতো।
আজ জীবন ব্যস্ত, চারপাশে শূন্যতার ঘনঘটা,
ছেলেবেলার সেই দিন খুঁজে পাই না কোথা।
তবু স্মৃতির পাতায় ফিরে আসে সেই সময়,
ছেলেবেলার দিনগুলোই তো জীবনের পরম মধুময়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাখাওয়াত মহিম
আপনার কবিতাটি খুব সুন্দরভাবে ছেলেবেলার আবেগময় স্মৃতিগুলোকে তুলে ধরেছেন। ভাষার সরলতা এবং অনুভূতির গভীরতা প্রশংসনীয়। ছন্দ এবং ভাবনার সুষম মেলবন্ধন কবিতাটিকে আরও আকর্ষণীয় করেছে।
আমি এটিকে ৪ রেটিং দেব। কিছু জায়গায় ছন্দ ও শব্দচয়ন আরও নিখুঁত করা গেলে এটি পুরোপুরি ৫ পেত। তবে সামগ্রিকভাবে, এটি একটি হৃদয়স্পর্শী কবিতা। ভালো কাজ!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।