তুমি পরপার

ভয় (সেপ্টেম্বর ২০২২)

Muhammadullah Bin Mostofa
  • ৮৪
সবই আছে,
আজও বেঁচে,
শুধু তুমি বেঁচে নেই।
একা থাকি,
মনে রাখি,
তোমার সেই স্মৃতিকেই।

তোমার শোকে,
আমি দুঃখে,
করি যে হায়! হায়!
গেলে মরে,
কি করে,
বল আমার দিন যায়।

মনে পড়ে,
বারেবারে,
দুজনের স্মৃতিটাই।
জীবনভরে,
সুখ করে,
দুজনের থাকাটাই।

এই জমিন,
ছিল রঙিন,
সেই স্মৃতির দিনটা।
গেছো চলে,
তুমি নেই বলে,
কাঁদে আমার মনটা।

থাকি একা,
দাও না দেখা,
আমায় একটি বার,
একা ফেলে,
চলে গেলে,
তুমি পরপার।

ডাইরির পাতায় পাতায়,
কিংবা মনের খাতায়,
থাকে লেখা তোমার সৃতি।
কবু হাসায়, কবু কাদায়,
পড়ে যাই জীবনের ধাঁধায়,
জানি না এ কোন রীতি।

তোমার কথা ভাবি আমি,
তুমি মোর সবচেয়ে দামি,
চোখ দুটি জলে ভাসে।
জানি এ কোন মায়া,
দেখি শুধু তোমার ছায়া,
মন আমার হাসেই হাসে।

হঠাৎ আবার ভাবি আমি,
একা ফেলে কেন গেলে তুমি,
নাও না তোমার কাছে।
মন আমার যেতে চায়,
তোমার সেই ঠিকানায়,
কেমন করে এই মন বাঁচে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) সুন্দর লিখেছেন। ❤️
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ফয়জুল মহী অনেক ভালো লিখেছেন আপনি। মনোমুগ্ধকর রচনা করলেন। আন্তরিক ধন্যবাদ সহ শুভকামনা রইল।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০২২
অসংখ্য ধন্যবাদ
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০২২

২৬ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ৩৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫