একাকীত্বের জীবন

বৃষ্টি ভেজা (জুলাই ২০২২)

Muhammadullah Bin Mostofa
  • ১২
  • ৫৩
রাত্রি সাক্ষি ছিল, সাক্ষি চাদের আলো-
তুমি ছাড়া একা একা ছিলাম অনেক ভালো-

জীবন আমার কাটত সূখে, সূখি ছিল সেইকাল,
সেই সূখটা সত্তি ছিল নেই তাতে কোনো জাল,
একদিন হঠাৎ রাস্তার পাশে তোমার দেখা পেলাম,
মায়াবি তুমি, দেখে তোমায় প্রেমে পড়ে গেলাম,

তোমায় নিয়ে কত-শত স্বপ্ন দেখল এই মন-
কি করে পায় আজকে তোমায়, করে সবচেয়ে আপন,
তোমার সাথে কাটবে আমার সাড়াটি জীবন,
তোমার হাত ধরে রেখে হবে আমার মরণ,

কিন্তু মাঝপথে হাত ছেড়ে চলে গেলে,
ব্যথা দিয়ে একা করে গেলে আমায় ফেলে,
তোমায় খুঁজি দুচোখ বোজি কোথায় হারালে,
অন্য কিছু ছিল তোমার মনের আড়ালে

ভাবিনি কবু এমন হবে, আমায় তুমি ছেড়ে যাবে,
স্বপ্ন গুলো পড়ে রবে, আমায় তুমি কষ্ট দেবে,
হঠাৎ করে আসল এক ঝড়, ভেঙে নিল নদীর চর,
তুমি আমায় করে দিলে পর, অন্যের সাথে বাদলে সূখের ঘর।

জীবন আমার হয়ে গেছে দুঃখময়,
এখন আমার কারো প্রয়োজন নয়,
জীবন আমার নষ্ট করে গেলে চলে তাই-
আখিরাতে আমি এর সঠিক বিচার চাই।

বিছানাটা ভাসে এখন চোখেরই জলে,
সৃতি গুলো ভেসে উঠে মনেরই বিলে,
তোমায় ভালবেসে আমি করেছিলাম পাপ,
আসলে তো ছিলে তুমি বিষাক্ত এক সাপ,

এত সুন্দর জীবন আমার নষ্ট করলে তুমি,
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম মিথ্যা আমি,
তোমার সাথে হল না যে আমার মিলন,
একা একা কাটছে আমার একাকীত্বের জীবন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
S.M. Asadur Rahman বেশ ছন্দময়, তবে বানানে বেশ,,,,,,
অসংখ্য ধন্যবাদ
সজল কুমার মাইতি সুন্দর আবেগপূর্ণ। ভাল হয়েছে। বানানে একটু নজর দিলে ভাল। ভাল থাকুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ফয়জুল মহী সুন্দর করে গুছিয়ে লিখেছেন ও নিটোল ভাবে উপস্থাপন  ,কাব্য পাঠে মুগ্ধ হলাম । শুভ কামনা রইল

২৬ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪