ক্র্যাক প্লাটুন: এক গৌরবদীপ্ত বিজয় গাঁথা

বিজয় গাঁথা (ডিসেম্বর ২০২২)

তাহমিন আরা
  • ৫১
যুদ্ধ
যুদ্ধ চলছে পূর্ব-বাংলায়,
জ্বলছে শহর-পল্লী
পিঁপড়ের মতো মরছে মানুষ
বুলেট আর কামানের গোলায়।
অস্ত্রশস্ত্রে সজ্জিত সুদক্ষ রেগুলার পাকবাহিনী
দম্ভ-স্ফীত ত্রাসে হাসছে খল খল অট্টহাসি।

শহরের বুকে তখন সভ্যতার বীভৎস ভৈরবী,
হায়েনার রুক্ষ অট্টহাসিতে
মলিন হয়েছে যত মানসের ছবি।
নর-ঘাতকের বুলেটে নিহত পিতা
আহত ছোট ভাইটিরে বক্ষে জড়ায়ে মা
বুকফাটা আতর্নাদে –নীল আকাশকে
করেছে ক্ষত-বিক্ষত।
নব-বধূর মুখে নেই কোন কথা
এখন সময় নয় আদর-সোহাগের।
এরি মাঝে
হে তরুণ যোদ্ধা
প্রেয়সীর মুখপানে চেয়ে
তুমি বলে গেলে
কি কথা চোখের ভাষায়,
তারপর
আলের কিনার ধরে এগিয়ে চললে
রক্ত নদী পাড়ি দেবার
অদম্য আকাঙ্ক্ষায়।

একদল গেরিলা যোদ্ধা তোমরা
চলছ দু’হাতে বৈঠা বেয়ে
মরণনদীর জল সরিয়ে
শত্রুর মোকাবেলায়।
এখনও স্বাধীনতা অনেক অনেক দূরে,
তবে ক্রমে ক্রমে কাছে-
ঘনিয়ে আসছে কাছে।
যেটুকু সময় রয়েছে তারি মাঝে
এ দানবীয় হানাদার অপশক্তি রে
মুক্তিসেনা-
তোমরা ছাড়া কে আর এসে রুখবে?
কেবলি আশা-গভীর ভরসা
মুক্তিযোদ্ধা -
স্বাধীনতার নতুন সূর্যের আলো
তোমরাই জ্বালাবে।

দ্বাদশ সূর্যের বহ্নি আর
কক্ষচ্যুত উল্কাসম
ধূম্র তপ্ত আঁধারের কুয়াশা চিরে,
অনিবার্ণ স্ফূলিঙ্গের মতো
ছুটে এলো ওরা
ঢাকা শহরে।
মরণ-সাহারা হয়ে
সব বিঘ্ন সকল আগল ভেঙে
অনাগত স্বপ্ন ফসল-স্বাধীনতা লভে,
আর
ঢাকা শহরকে শত্রু-মুক্ত করতে।
একদল তরুণ মুক্তিযোদ্ধা,
তোমরা
সুদক্ষ গেরিলা।
‘হিট এন্ড রান’ কৌশলে,
ত্রাস ছড়িয়ে দিলে
পাঞ্জাবী খানসেনাদের অন্তরে।
চোখের পলকে কোথা থেকে ছুটে এসে,
রক্ত-পিপাসায় ভেঙে দিলে
‘হোটেল ইন্টার কন্টিনেন্টাল’-এর
সুরক্ষ ব্যূহ রে।
গ্রেনেড আর গুলির বিস্ফোরণে,
কেঁপে উঠল শাসকের প্রেতপুরী।
জানল সারাবিশ্ব
ক্র্যাক প্লাটুন-তোমরা
জানো শুধু ধ্বংস-বিনাশের খেলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
S.M. Asadur Rahman বেশ।
ভালো লাগেনি ২৩ ডিসেম্বর, ২০২২
ধন্যবাদ।
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২৩
ফয়জুল মহী অসাধারন কাব্য উপস্থাপন মুগ্ধ হলাম পাঠে, শুভ কামনা জানাই ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যুদ্ধ যুদ্ধ চলছে পূর্ব-বাংলায়, জ্বলছে শহর-পল্লী...........

১৯ আগষ্ট - ২০২১ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪