শূন্যতা সব নয়

বন্ধুত্ব (অক্টোবর ২০২১)

তাহমিন আরা
মোট ভোট ১১ প্রাপ্ত পয়েন্ট ৪.৫৩
  • 0
  • ২২২
শূন্যতা, রূঢ় বাস্তব, অসুন্দর
চারিদিকে কোলাহল ভেদ করে
ম্লান এক স্তম্ভ স্বরূপ
দাঁড়িয়ে রয়েছে শূন্যতা শূন্য হাতে
দূষণীয় শক্তির মতন।
ত্রুমেই এগিয়ে আসে-ঘনিয়ে আছে কাছে
গভীর নীল হয়ে অনিশ্চয়তার পরিচয়ে
চারদিক ব্যপ্ত করে দেয় তার
সনাতন নির্জন প্রকাশে।
অনুভব করে পৃথিবীর সব নরনারী
তাদের পায়ে চলা জীবন পথে
শূন্যতার অব্যক্ত ব্যথার অবিনাশী রূপ;
সেই আদিকাল থেকে আজকের মুহূর্ত অবধি
শূন্যতা
মানুষের কাহিনীতে খেলা করে, চলে নিরবধি।
কখনো সে আসে আঁধার হয়ে
মানব-মানবীর নিঃসঙ্গতা বাড়িয়ে দিতে,
কখনো মৃত্যু হয়ে কেড়ে নেয়
ভালবাসার নক্ষত্রের আলো।
কখনো মুহূর্তে এসে নিভিয়ে দেয়
মানবীয় আশার প্রদীপ,
অথবা কখনো দেখি দাঁড়িয়ে রয়েছে সে
মৌন বৃক্ষের মতো
আশঙ্কা, ব্যথা আর নৈরাশ্যের আলো ছড়িয়ে দিতে।
তবু,জীবনে শূন্যতাই সব নয়;
সব শেষ হয়ে গেলেও তারপর থেকে যায়
নিরন্তর ভালবাসার এক প্রাণের সমুদ্র
যে সমুদ্র পরিত্যক্ত খালি মনে হয়ে যাওয়া
অতৃপ্তিবোধেকে
স্রোতস্বিনী নব নব জলধারায় ভরে তোলে,
আর শূন্যতার অন্ধকার ঘুচিয়ে
জীবনকে গড়ে তোলে অর্থময় করে দিতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra চমৎকার লিখেছেন।
সুমন আফ্রী অভিনন্দন।
মোঃ নুরেআলম সিদ্দিকী আপনার লেখায় আলাদা ধাঁচ আছে। অনেক চমতকার হয়েছে।।
Ahad Adnan কবিতাটা বেশ ভালো লেগেছে। ভোট রেখে গেলাম
ফয়জুল মহী সুন্দর ও সুশীল একটা লেখা।

১৯ আগষ্ট - ২০২১ গল্প/কবিতা: ১৫ টি

সমন্বিত স্কোর

৪.৫৩

বিচারক স্কোরঃ ২.৩৩ / ৭.০ পাঠক স্কোরঃ ২.২ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অভিমান”
কবিতার বিষয় "অভিমান”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৪