বিষোদ্গারে কেউ কেউ বলেছে, কষ্টের রঙ নীল
দহনে অনেকেই ভেবেছে, সে বুঝি ঘন কালো
আমি কষ্টের কোন রঙ পাইনি, হে ফেরার গাঙচিল !
সে এখনো আমার স্বপ্নে নিকষ অন্ধকার আলো
বুকে ভিসুভিয়াস, নয়নে সমুদ্র, নিশ্বাসে লাভা
পুষে,খেলতে খেলতে তুমি অবকাশে হয়তো জাভা
স্নায়ুবিক বৈকল্য আশীর্বাদ মেনেই তোমায় পুজি
অচেনা আমি আমার সাথেই আজো প্রচন্ড যুঝি!
কষ্ট এক অণুজীব, কোভিড হয়ে ফিরে ফিরে আসে…
তবুও প্লাবন নেই আমার, হলাহল এ নিঃশ্বাসে…
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী