বিচ্ছিন্ন দ্বীপের মত
শত শত ঢেউয়ের বিপরীতে লড়াই করে টিকে থাকা,
আর ক্ষয়ে যাওয়া পাথরের জন্য আর্তনাদ করার দিনগুলোর মাঝে
সোনালী সূর্যালোকের চুম্বনগুলো সুখস্মৃতি বটে।
তবে,
তা বাস্তবতা নয়।
আমাদের চোখের সামনে ঘটে যাওয়া অনেক কিছুই সত্য নয়;
মিথ্যার আবর্জনার উপরে রংচটে প্রলেপ মাত্র।
ক্ষনিকের জন্য তাতে চোখ ধাঁধাঁয় হয়ত, প্রাণের তৃষ্ণা মেটেনা।
মুঠোফোনের তরঙ্গে ভেসে আসা জীবন্ত কন্ঠ
আর পর্দায় দেখা লাস্যময়ীর পেছনে যে কোন মৃত আত্মা বসে নেই
সে নিশ্চয়তা স্বয়ং সবজান্তাও দিতে পারেন না।
সত্য হল কষ্ট আর বেদনা,
সত্যের পরম রঙ নিকষ আঁধার,
এতটুকু জানতে নিশ্চয় হিমালয়ে সন্ন্যাসী হতে যেতে হয় না!
সত্যটা প্রায়শই কষ্টের। আমরা আমাদের সামনে যা দেখি তার ভেতরে কতখানি সত্য তা আমাদের অজানা। এই না-জানাটাও কষ্টের। দৃশ্যত সত্য আর কষ্ট একে অন্যের রূপ।