ধীমান দূরদর্শী মানব সৃষ্টির
শ্রেষ্ঠত্বের বড়ই অহংকার,
ইহকাল পরকাল ব্যাপিয়া
এ মনুষের বোধের বিস্তার।
আসমান, জমিন গ্রহ,নক্ষত্র
খুঁজিয়া আনে সত্য যত,
অজানারে করিয়া জয়
অধীন করিল শক্তি কত।
সহজ করিতে ক্ষণিক জীবন
গড়েছে নব নব হাতিয়ার,
উৎকর্ষ জীবন যাপনের
যেন আজ মানুষ দাবীদার।
সেই সাথে মানুষের বোধে
নিয়েছে ঠাঁই বিশ্বাস কত,
ধর্ম,বর্ণ,জাতি ভেদ, হিংসা;
মানবতা তাই মরে অবিরত।
বেহেস্ত দোজখ চেতনায় রাখি
কাড়ে অপরের অধিকার,
বিধাতার বাণী বোধে নেই কারো
করে মন চায়; যা করিবার।
পাপ-পূণ্য গণ্য হয় বিশ্বাস ভেদে
কেবলই সত্য কাঁদিয়া মরে,
অসহায় মানুষ এ জগতে কত
অহংবোধে বুঝিতে না পারে।
শ্রেষ্ঠ মানুষের চারপাশে মৃত্যু ফাঁদ
অসহায়ত্ব হায়! তার পদে পদে,
যাহারে করেছে অতি তুচ্ছ জ্ঞান,
জীবনের যবনিকা তার ফাঁদে।
মানুষ অসহায় মানুষের কাছে
এযে নির্মম সত্য অতি,
অবশেষে কাড়ে সব ধীরে ধীরে
সময়ের অবাধ্য অবাধ গতি।